বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) এর তথ্য অনুসারে, বৃহস্পতিবার (২৩ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বাংলাদেশের বিভিন্ন স্থানে বন্যায় মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। গত ১৭ মে থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮-তে।
অধিদপ্তরের মতে, ২৪ ঘণ্টায় শুধু সিলেট বিভাগেই ২৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে, বন্যার পানিতে ডুবে ২০ জন, বজ্রপাতে দুজন এবং ডায়রিয়ায় একজন মারা গেছেন।
মোট ১৮৫টি বন্যাকবলিত উপজেলার মধ্যে, সিলেট বিভাগে ২৯টি, রংপুর বিভাগে ১৬, ময়মনসিংহ বিভাগে ১৯ এবং চট্টগ্রাম বিভাগে একটি উপজেলা রয়েছে।
সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও কুড়িগ্রাম সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা; যেখানে যথাক্রমে ১৩, ১১, ১০ ও ৯টি উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যা পরিস্থিতিতে মোট ৮৭২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে; কেন্দ্রগুলোতে দুই হাজার ছয়টি মেডিকেল টিম কাজ করছে।