অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের ক্ষমতাসীন দল আদিবাসী নারীকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন দিল


ভারতের ক্ষমতাসীন বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু শুভাকাঙ্ক্ষীদের অভিবাদন জানাচ্ছেন। ২২ জুন, ২০২২।
ভারতের ক্ষমতাসীন বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু শুভাকাঙ্ক্ষীদের অভিবাদন জানাচ্ছেন। ২২ জুন, ২০২২।

ভারতের ক্ষমতাসীন দল দেশটির আদিবাসী সম্প্রদায়ের এক নারীকে রাষ্ট্রপতি পদের জন্য দলীয় মনোনয়ন দিয়েছে।

জুলাইয়ের নির্বাচনের আগে বিজেপি সদস্যরা প্রবীণ রাজনীতিবিদ দ্রৌপদী মুর্মুকে এই আনুষ্ঠানিক পদের জন্য মনোনয়ন দিলেন।

আইনিপ্রণেতারা রাষ্ট্রপতি নির্বাচন করেন এবং মুর্মুর জয় প্রায় নিশ্চিত।

বিরোধী দলগুলো মুর্মুর প্রতিদ্বন্দ্বিতা করতে প্রাক্তন বিজেপি কর্মকর্তা যশোবন্ত সিনহাকে মনোনীত করেছে।

নির্বাচিত হলে মুর্মু হবেন ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি এবং এই পদে অধিষ্ঠিত দ্বিতীয় নারী।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG