অ্যাকসেসিবিলিটি লিংক

রুয়ান্ডায় আসন্ন কমনওয়েলথ শীর্ষ সম্মেলন মানবাধিকার নিয়ে উদ্বেগে ম্লান


রুয়ান্ডার কিগালিতে কমনওয়েলথ মিনিস্টারস সভায় সেক্রেটারি-জেনারেল প্যাট্রিসিয়া স্কটল্যান্ড, কিগালি কনভেনশন সেন্টারে প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রাখছেন, ২ জুন।

শুক্রবার রুয়ান্ডা তাদের রাজধানী কিগালিতে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকের জন্য ৫৪টি দেশের নেতাদের স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে।

এ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এই শীর্ষ সম্মেলন মহামারীজনিত কারণে ২০২০ সাল থেকে দুবার স্থগিত করা হয়েছে। রুয়ান্ডার মানবাধিকার লঙ্ঘন এবং আশ্রয় প্রার্থীদের প্রক্রিয়াকরণের জন্য রুয়ান্ডায় পাঠানোর ব্যাপারে ব্রিটেনের পরিকল্পনার কারণে এ সামিট ঘিরে উদ্বেগের ছায়া নেমেছে।

মানবাধিকার লঙ্ঘনের কথা রুয়ান্ডা সরকার অস্বীকার করে। কাগামের সমর্থকেরা বলছেন, কমনওয়েলথ বৈঠকের আয়োজন ১৯৯৪ সালের গণহত্যার পর থেকে দেশের দ্রুত উন্নয়নের আরেকটি মাইলফলক। ’৯৪ এর গণহত্যায় প্রায় ৮ লাখ মানুষ নিহত হয়েছিল।

এই বছরের শুরুর দিকে ব্রিটেনের তীরে আগত রুয়ান্ডার আশ্রয়প্রার্থীদের দেশটিতে প্রক্রিয়াকরণের জন্য ফেরত পাঠানোর উদ্দেশ্যে ব্রিটেন রুয়ান্ডা সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। প্রথম ফ্লাইটটি গত সপ্তাহে ছাড়ার কথা ছিল কিন্তু ইউরোপীয় মানবাধিকার আদালত প্লেন ছাড়ার কয়েক মিনিট আগে তা আটকে দেয়।

সমালোচকরা বলছেন, এই নীতি শরণার্থী আইন লঙ্ঘন করে। ব্রিটিশ সরকার বলছে, নীতিটি বৈধ এবং অভিবাসীদেরকে নিরুৎসাহিত করবে।

২০০৯ সালে কমনওয়েলথে যোগদানের পর থেকে ব্রিটেন রুয়ান্ডার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে।

কমনওয়েলথ বিশ্লেষক মারফি বলেছেন,, কমনওয়েলথ বৈঠকটি ব্রিটেনের অ্যাসাইলাম নীতি নিয়ে বিতর্কের ছায়ায় ঢেকে যাবে।

XS
SM
MD
LG