অ্যাকসেসিবিলিটি লিংক

অং সান সু চিকে মিয়ানমারের রাজধানীর একটি কারাগারে স্থানান্তর করা হয়েছে


মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি। ফাইল ছবি
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি। ফাইল ছবি

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে বুধবার দেশটির রাজধানীর একটি কারাগারে স্থানান্তর করা হয়েছে।

তার বিরুদ্ধে চলমান আইনি কার্যক্রমও আদালত কক্ষ থেকে কারাগারের প্রাঙ্গনে একটি নতুন নির্মিত স্থাপনায় স্থানান্তরিত হচ্ছে।

২০২১ সালের প্রথম দিকে সেনাবাহিনী তার কাছ থেকে ক্ষমতা দখল করার পর থেকে সু চির বিরুদ্ধে অন্তত ২০টি অপরাধের অভিযোগ আনা হয়েছে৷ তিনি এই সব অভিযোগ অস্বীকার করেছেন৷

পশ্চিমা দেশগুলি তার মুক্তির জন্য আহ্বান জানিয়েছে। তবে সামরিক বাহিনী বলেছে যে তাকে একটি স্বাধীন আদালত ব্যবস্থার অধীনে যথাযথ প্রক্রিয়ায় বিচার করা হচ্ছে।

এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে এসেছে।

XS
SM
MD
LG