অ্যাকসেসিবিলিটি লিংক

জাপানি শিল্পকলা বাংলাদেশের তরুণদের সাংস্কৃতিক বন্ধনে সম্পৃক্ত করবে: রাষ্ট্রদূত ইতো নাওকি


বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশন (বিআইএ) আয়োজিত এক অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি
বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশন (বিআইএ) আয়োজিত এক অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, ঐতিহ্যবাহী জাপানি শিল্পকলা ইকেবানার মাধ্যমে তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক বন্ধনে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

শুক্রবার (২৪ জুন) বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশন (বিআইএ) আয়োজিত এক অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত বলেন, “আমি আশা করি ইকেবানা বাংলাদেশের তরুণ-তরুণীদের পছন্দ হবে।”

“জাপানের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে; উল্লেখ করেন রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি, জাপানি সংস্কৃতি সম্পর্কে আরও ভালোভাবে পর্যবেক্ষণের মাধ্যমে, দু’দেশের বন্ধুত্বকে আরও উন্নত করার ক্ষেত্রে ভূমিকা অব্যাহত রাখতে, বিআইএ’র প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রদূত নাওকি বলেন, “আমি আশা করি বিআইএ’র কার্যক্রম আরও বৃদ্ধি পাবে।”

১৯৭৩ সালের অক্টোবরে শান্তিনগরে জাপান দূতাবাসের প্রাঙ্গণে বিআইএ নামে পরিচিত ইকেবানা স্কুলটি প্রতিষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত ইতো নাওকি আশা প্রকাশ করেন, বিআইএ এর উদ্যোগগুলো বাংলাদেশের সাংস্কৃতিক ও শিল্প জগতে গভীর প্রভাব রাখবে।

XS
SM
MD
LG