অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে বন্যায় আরও ৫ জনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৭৩


বাংলাদেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে ২৪ ঘণ্টায় (২৪ জুন সকাল পর্যন্ত) অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে, বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন নিহতদের মধ্যে চারজন ময়মনসিংহ বিভাগের। নিহতদের মধ্যে বন্যার পানিতে ডুবে চারজন এবং আরেকজন অন্য কারণে মারা যান। ১৭ মে থেকে ২৩ জুন পর্যন্ত মৃত্যুর এ সংখ্যা রেকর্ড করা হয়েছে।

বন্যা কবলিত মোট ৭০টি উপজেলার মধ্যে সিলেট বিভাগে ৩৩টি, রংপুর বিভাগে ১৬টি, ময়মনসিংহ বিভাগে ২০টি এবং চট্টগ্রাম বিভাগে একটি উপজেলা রয়েছে।

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও কুড়িগ্রাম সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা। এই জেলাগুলোতে যথাক্রমে ১৩, ১১, ১০ ও ৯টি উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যর্তদের সহায়তায় এক হাজার ৮১৩টি বন্যা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। দুই হাজার ছয়টি মেডিকেল টিম বন্যার্ত মানুষকে স্বাস্থ্যসেবা দেয়ার কাজ করছে।

XS
SM
MD
LG