শনিবার (২৫ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘন্টায়, বাংলাদেশের বিভিন্ন স্থানে বন্যায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে, ময়মনসিংহ বিভাগে পাঁচজন এবং সিলেট বিভাগে চারজন মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) জানিয়েছে। এর ফলে, মোট মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে পৌঁছেছে।
নিহতদের মধ্যে বন্যার পানিতে ডুবে সাতজন এবং সাপের কামড়ে একজন এবং অন্য কারণে আরেকজন মারা গেছেন। গত ১৭মে থেকে ২৫ জুন পর্যন্ত এই মৃত্যু রেকর্ড করা হয়েছে।
বন্যাকবলিত ৭০টি উপজেলার মধ্যে, সিলেট বিভাগে ৩৩টি, রংপুর বিভাগে ১৬টি, ময়মনসিংহ বিভাগে ২০টি এবং চট্টগ্রাম বিভাগের একটি উপজেলা রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কুড়িগ্রাম সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা। সবচেয়ে ক্ষতিগ্রস্থ উপজেলার মধ্যে রয়েছে, সিলেটের ১৩টি,সুনামগঞ্জের ১১টি,নেত্রকোনার ১০টি এবং কুড়িগ্রামের ৯টি উপজেলা।
বন্যা দুর্গতদের জন্য এক হাজার ৯৪৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আর, দুই হাজার ৫১টি মেডিকেল টিম বন্যাকবলিত এলাকায় কাজ করছে।