অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনজুড়ে রকেট হামলা চালিয়েছে রাশিয়া


ইউক্রেনের খারকিভে রাশিয়ার আক্রমণ চলাকালীন, এক অফিস ভবনে গোলাবর্ষণের পরবর্তী অবস্থা। ২৫ জুন ২০২২।

শনিবার সকালে ইউক্রেনজুড়ে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। মূলত সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়।

নিউইয়র্ক টাইমস জানায় যে, হামলায় ৪০টিরও বেশি রকেট ব্যবহার করা হয়। পত্রিকাটি জানায়, বেলারুশের আকাশসীমা থেকে রকেটগুলো উৎক্ষেপণ করা হয়েছে। বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকসান্ডার জি. লুকাশেঙ্কোর সাথে সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাতের কয়েকঘন্টা আগে এমন হামলা চালানো হল।

হামলাগুলোতে কেউ হতাহত হয়েছে কিনা সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে পরিষ্কার কোন তথ্য পাওয়া যায়নি।

একই সময়ে, রুশ সৈন্যদের সাথে কয়েকসপ্তাহ ধরে তুমুল লড়াই চালানোর পর, ইউক্রেনের সৈন্যরা পূর্বাঞ্চলের সিভিরোডনেটস্ক শহর থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে বলে, আঞ্চলিক এক কর্মকর্তা জানান।

রুশ সৈন্যরা শহরের আরও কাছাকাছি এগিয়ে আসতে থাকলে, লুহানস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান, সের্হি হাইদাই বলেন যে, অবস্থানগুলো ধরে রাখার “আর কোন মানে হয় না”। তিনি সেগুলোকে ভেঙে পড়া অবস্থান হিসেবে বর্ণনা করেন।

তিনি জানান, সিভিরোডনেটস্ক এর সৈন্যদের নতুন অবস্থানে সরে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে।

ইউক্রেন বলছে যে, পূর্বাঞ্চলের লুহান্সক এ সিভিরোডনেটস্ক এর নিকটবর্তী লিসিশ্যান্সক শহর পুরোপুরি দখলে নিয়েছে রুশ বাহিনী। এদিকে মস্কো দাবি করেছে, তারা ঐ এলাকায় ইউক্রেনের প্রায় ২,০০০ সৈন্যকে ঘিরে ফেলেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার সিভিরোডনেটস্ক থেকে সৈন্য প্রত্যাহার করে নেওয়ার ইউক্রেনের সিদ্ধান্তের প্রতি সাধুবাদ জানান। এমন পদক্ষেপকে তিনি “পেশাদার” ও “কৌশলগত” হিসেবে ব্যাখ্যা করেছেন। গোয়েন্দা ও অন্যান্য সংবেদনশীল তথ্য নিয়ে সংবাদকর্মীদের সাথে আলোচনা করতে নাম প্রকাশ না করার শর্ত দেন ঐ কর্মকর্তা।

ঐ কর্মকর্তা আরও বলেন যে, যদিও রুশ বাহিনী সিভিরোডনেটস্ক ও এর আশপাশে কিছু এলাকা দখলে নিতে সমর্থ হয়েছে, তবুও এমন অর্জনের জন্য তাদেরকে যথেষ্ট মূল্য পরিশোধ করতে হয়েছে।


XS
SM
MD
LG