অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস, তবে ১১ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি


বাংলাদেশের বন্যা পরিস্থিতি
বাংলাদেশের বন্যা পরিস্থিতি

বাংলাদেশে আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।আর,বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, একই সময়ে (২৬ জুন), ১১টি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) অনুসারে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

বন্যাপ্রবণ নিম্নাঞ্চল, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুরেও পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুসারে, তিস্তা অববাহিকা ছাড়া, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে এবং ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

একই সময়ে উত্তর হিমালয়, পশ্চিমবঙ্গে (জলপাইগুড়ি এবং সিকিম) মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

XS
SM
MD
LG