অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মানীতে জি-সেভেন নেতারা মিলিত হয়েছেন


জি-সেভেন সম্মেলনের আগে মিউনিখের কাছে ফ্রান্জ-ইয়োসেফ-স্ট্রাউস বিমানবন্দরে এসে পৌঁছালে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাচ্ছে দুই শিশু, ড্যানিয়েলা হাউসার ও মার্কো কেলার, ২৫ জুন ২০২২।
জি-সেভেন সম্মেলনের আগে মিউনিখের কাছে ফ্রান্জ-ইয়োসেফ-স্ট্রাউস বিমানবন্দরে এসে পৌঁছালে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাচ্ছে দুই শিশু, ড্যানিয়েলা হাউসার ও মার্কো কেলার, ২৫ জুন ২০২২।

অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও গণতান্ত্রিক জি-সেভেন দেশগুলোর নেতাদের রবিবার জার্মানীতে স্বাগত জানানো হয়।

ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানী, ইতালী, জাপান, এবং যুক্তরাষ্ট্রের সম্মেলনটি ব্যাভারিয়ান আল্পস-এর এক দুর্গে অনুষ্ঠিত হচ্ছে।

ইউক্রেনে রাশিয়ার চলমান আক্রমণের প্রেক্ষাপটে তিনদিনব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন যে, রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ের প্রতি জি-সেভেন নেতারা সবাই সমর্থন জানাবেন।

জার্মানীর সংসদকে জার্মানীর চ্যান্সেলর ওলাফ শোলজ সাম্প্রতিককালে বলেন, “এই সম্মেলনে শুধুমাত্র এই বার্তা দিলেই হবে না যে, নেটো ও জি-সেভেন আগের যে কোন সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ, বরং বিশ্বের গণতন্ত্রগুলো [রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির] পুতিনের সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও এক হয়ে দাঁড়িয়েছে, ঠিক যেমন তারা ক্ষুধা ও দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ে দাঁড়িয়েছে।”

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বৈশ্বিক খাদ্য ও জ্বালানীর মূল্য বৃদ্ধি করেছে।

জি-সেভেন সম্মেলনের পর এই বিশ্বনেতারা নেটো সম্মেলনের জন্য মাদ্রিদের উদ্দেশ্যে যাত্রা করবেন।

XS
SM
MD
LG