অ্যাকসেসিবিলিটি লিংক

চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন রওশন এরশাদ


জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ

চিকিৎসার জন্য প্রায় সাড়ে সাত মাস অবস্থানের পর, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

সোমবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে তিনি হযরত শাহজাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ কথা জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী সচিব মো. মামুম হাসান। বিমানবন্দরে বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ দলের সিনিয়র নেতারা।

এর আগে, রবিবার (২৬ জুন) জিএম কাদের জানিয়েছিলেন, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এখন ভালো আছেন।

রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ (এমপি, রংপুর-৩) জানান, আগামী ৪ জুলাই ফলোআপ চিকিৎসার জন্য তার মা আবার ব্যাংকক যাবেন।

XS
SM
MD
LG