অ্যাকসেসিবিলিটি লিংক

শ্রীলঙ্কার জ্বালানি প্রায় শেষ


শ্রীলঙ্কার কলম্বোতে রান্নার জন্য কেরোসিন তেল কেনার আশায় একজন শ্রীলঙ্কার নারী নির্জন গ্যাস স্টেশনে অপেক্ষা করছেন। ২৬ মে, ২০২২।
শ্রীলঙ্কার কলম্বোতে রান্নার জন্য কেরোসিন তেল কেনার আশায় একজন শ্রীলঙ্কার নারী নির্জন গ্যাস স্টেশনে অপেক্ষা করছেন। ২৬ মে, ২০২২।

শ্রীলঙ্কার ডেইলি মিরর পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির জ্বালানি শেষ হয়ে গেছে।

রোববার শ্রীলঙ্কার একজন উর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, ২ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটিতে সামনের দিনগুলোতে পরিষেবাসমূহ চালু রাখতে মাত্র ১৫ হাজার টন পেট্রোল এবং ডিজেল রয়েছে।

সংবাদপত্রটি আরও জানায়, কোনো জ্বালানি সরবরাহ ছাড়া শ্রীলঙ্কা “এই সপ্তাহ থেকে সম্পূর্ণ স্থবির হয়ে পড়বে, এমনকি গণপরিবহনও বন্ধ হয়ে যাবে।”

দেশটির আর্থিক সংকটের কারণে জ্বালানি সংকট আরও জটিল আকার ধারণ করেছে।

ডেইলি মিরর বলেছে, শ্রীলঙ্কা “ঋণ খেলাপি হওয়ায় আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্বারা কালো তালিকাভুক্ত হয়েছে। নতুন অর্ডার সরবরাহের জন্য সংস্থাগুলোর এখন আন্তর্জাতিক ব্যাংক গ্যারান্টি প্রয়োজন।”

তবে এপি জানায়, অত্যন্ত প্রয়োজনীয় জ্বালানি ক্রয়ের/ জোটানোর জন্য মুখোমুখি আলোচনার উদ্দেশ্যে শ্রীলঙ্কা তাদের ২ জন মন্ত্রীকে রাশিয়ায় পাঠাচ্ছে।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG