অ্যাকসেসিবিলিটি লিংক

‘গ্লোবাল ইয়্যুথ লিডার অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশের তরুণ লেখক আলতামিশ নাবিল


‘গ্লোবাল ইয়্যুথ লিডার অ্যাওয়ার্ড’ হাতে মুহাম্মাদ আলতামিশ নাবিল
‘গ্লোবাল ইয়্যুথ লিডার অ্যাওয়ার্ড’ হাতে মুহাম্মাদ আলতামিশ নাবিল

২০২২ সালের গ্লোবাল ইয়্যুথ লিডারশিপ সামিট-এর ‘গ্লোবাল ইয়্যুথ লিডার অ্যাওয়ার্ড’ পেলেন তরুণ লেখক, নির্মাতা ও টেক ইভানজেলিস্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রয়্যাল থাই আর্মি ক্লাবে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত ২৪ থেকে ২৫ জুন অনুষ্ঠিত এই সামিটে, বিশটির অধিক দেশ থেকে তরুণ নেতারা অংশ নেয়।

আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্লোবাল ইয়্যুথ পার্লামেন্ট এবং ইউনাইটেড ন্যাশনস পিসকিপারস ফেডারেল কাউন্সিল সামিটের আয়োজক।বাংলাদেশের যুবদের দক্ষতাবৃদ্ধিতে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরুপ নাবিলকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়।

পুরস্কার প্রসঙ্গে আলতামিশ নাবিল বলেন, “আন্তর্জাতিক পরিসরে অর্জিত জীবনের সকল স্বীকৃতিই ভীষণ অনুপ্রেরণার। এই আন্তর্জাতিক স্বীকৃতিটি সামনের দিনে, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে মাথায় রেখে যুবদের দক্ষতাবৃদ্ধি এবং সমাজের নানা অসুবিধা-অসঙ্গতি নিয়ে কাজ করতে উৎসাহ হিসেবে কাজ করবে।”

আলতামিশ নাবিল নিয়মিত লেখালেখি ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি, মিয়াকি নামে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে ম্যানেজড সার্ভিসের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) ঢাকা ওয়েস্ট শাখার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও, বি-পজিটিভ ফাউন্ডেশন নামের একটি সামাজিক উদ্যোগের প্রতিষ্ঠাতা তিনি।

বাংলাদেশ ও ভারতে তার লেখা বেশকিছু বই প্রকাশিত হয়েছে। পাশাপাশি পার্সোনাল ব্র‍্যান্ডিং, কন্টেন্ট রাইটিং অ্যাপ্লিকেশন মনিটাইজেশনসহ নানা যুগোপযোগী বিষয়ে সারাদেশে যুবদের জন্য কর্মশালা পরিচালনা করেন আলতামিশ নাবিল।

XS
SM
MD
LG