দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্র প্রায় ৫ কোটি ৫০ লক্ষ ডলার দেবে।
দুর্যোগ কবলিত এলাকায় পানিবাহিত রোগ প্রতিরোধে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, পোশাক, রান্নার পাত্র, কম্বল, জেরি ক্যান এবং স্যানিটেশন সরবরাহের জন্য এ তহবিল ব্যবহার করা হবে।
যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সবচেয়ে বড় মানবিক দাতা এবং পররাষ্ট্র দপ্তরের হিসেব অনুসারে, গত এক বছরে মানবিক সহায়তায় প্রায় ৭৭ কোটি ৪০ লক্ষ ডলারেরও বেশি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, "আফগানিস্তানের জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের একটি স্থায়ী প্রতিশ্রুতি রয়েছে এবং আমরা এই বড় প্রয়োজনের সময়ে আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সমর্থনকে স্বাগত জানাই এবং উত্সাহিত করি"।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রায় ৩,৬০,০০০ আফগানের জরুরি মানবিক সহায়তায় জন্য জাতিসংঘের ১১কোটি ৩ লক্ষ ডলারের আবেদন করার মাত্র একদিন পরেই যুক্তরাষ্ট্রের এই ঘোষণাটি এসেছে।
সাহায্য সংস্থা এবং তালিবান কর্মকর্তাদের মতে ২২শে জুন, ৫.৯ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৫০ জন শিশু সহ প্রায় ১০০০ লোক মারা যায়। পাকতিকা এবং খোস্ত প্রদেশের বেশ কয়েকটি জেলায় শত শত ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়।
চীন, ভারত, ইরান, পাকিস্তান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সহ এই অঞ্চলের বেশ কয়েকটি দেশ তাঁবু, জামাকাপড়, চিকিৎসা সরবরাহ এবং খাদ্য সামগ্রী বোঝাই বিমানের পাঠিয়ে দুর্যোগে সাড়া দিয়েছে।