বাংলাদেশের চাঁদপুর জেলার হাইমচরে, আমন ধানের মাঠে বিষ প্রয়োগ করে অন্তত ৫০টি ঘুঘু পাখি হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৯ জুন) বিকালে উপজেলার চরপোড়ামুখী গ্রামে এ ঘটনা ঘটে। ঐ গ্রামের বাসিন্দা মো. আলী উকিলের আমন ধানের বীজতলায় পাখিগুলো মারা যায়।এর আগে গত ফেব্রুয়ারি মাসেও হাইমচরে শতাধিক ঘুঘু পাখিকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছিল।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার বলেন, “কে বা কারা এমন বেআইনী ও নিষ্ঠুর কাজটি করেছে, সে বিষয়ে আমরা তদন্ত করছি।”
দেবব্রত সরকার বলেন, “বুধবার বিকালে চরপোড়ামুখী গ্রামের কৃষক মো. আলী উকিলের আমন ধানের বীজতলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। কৃষক আলী উকিল বলেছেন, এ কাজ কে করেছে তিনি তা জানেন না।”কৃষি অফিসার আরও বলেন, “পাখি হত্যা অপরাধ এবং এটা পরিবেশের জন্য মারাত্মক হুমকির কারণ। এটা একটি অমানবিক কাজ।এলাকার মানুষকে বুঝিয়েছি। আমরা এ ব্যাপারে খোঁজ নিয়ে অপরাধীকে আইনের আওতায় আনার চেষ্টা করছি।”
দেবব্রত সরকার, “এর আগে গত ফেব্রুয়ারি মাসে হাইমচরে শতাধিক ঘুঘু পাখিকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছিল। তখন আমরা অপরাধী কৃষক স্বপন দেওয়ানকে দুই হাজার টাকা জরিমানা করেছি।”