অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র সরকারের সাথে ৩.২ বিলিয়ন ডলারের নতুন টিকা চুক্তি স্বাক্ষর করেছে ফাইজার


কলিন টিভান ২০২০ সালের ১৪ ডিসেম্বর হার্টফোর্ডে ফাইজার-বায়োএনটেক কোভিড-১৯ টিকা প্রস্তুত করছেন।
কলিন টিভান ২০২০ সালের ১৪ ডিসেম্বর হার্টফোর্ডে ফাইজার-বায়োএনটেক কোভিড-১৯ টিকা প্রস্তুত করছেন।

ফাইজার ইঙ্ক এবং এর অংশীদার বায়োএনটেক বুধবার বলেছে, তারা তাদের কোভিড-১৯ টিকার ১০৫ মিলিয়ন ডোজের জন্য যুক্তরাষ্ট্র সরকারের সাথে ৩ দশমিক ২ বিলিয়ন ডলারের চুক্তিতে স্বাক্ষর করেছে। এ গ্রীষ্মের শেষের দিকে টিকা সরবরাহ করা যেতে পারে।

ওষুধ প্রস্তুতকারীরা গত শীতে প্রভাব বিস্তারকারী ওমিক্রন ভ্যারিয়েন্টকে মাথায় রেখে এই টিকা তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের উপদেষ্টারা মঙ্গলবার এই বসন্তের কোভিড-১৯ বুস্টার শটগুলোর ডিজাইনে পরিবর্তনের সুপারিশ করেছেন যাতে করোনা ভাইরাসের আরও সাম্প্রতিক রূপগুলোকে মোকাবিলা করা যায়।

নতুন চুক্তিটির ফলে ২০২২ সালে ফাইজার এবং বায়োএনটেকের টিকা বিক্রয় বৃদ্ধি পাবে। প্রতিষ্ঠান দুটি টিকার লভ্যাংশ ভাগ করে নেয়। ফাইজার এই বছর ৩২ বিলিয়ন ডলারের কোভিড-১৯ টিকা বিক্রির পূর্বাভাস দিয়েছে। বিশ্লেষকরা ২০২২ সালে টিকার জন্য গড়ে প্রায় ৩৩ দশমিক ৬ বিলিয়ন ডলার মূল্যের বিক্রয়ের পূর্বাভাস দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ডিসেম্বরে প্রথম অনুমোদিত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র সরকার দেশে ফাইজার-বায়োএনটেক টিকার প্রায় ৪৫০ মিলিয়ন ডোজ বিতরণ করেছে। এর মধ্যে ৩৫০ মিলিয়নেরও বেশি ডোজ দেয়া হয়েছে।

XS
SM
MD
LG