অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের স্নেক দ্বীপ থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করেছে রাশিয়া


ম্যাক্সার টেকনোলজিস থেকে পাওয়া ওয়ার্ল্ডভিউ-১ উপগ্রহের সাদাকালো এই ছবিতে, কৃষ্ণ সাগরে অবস্থিত স্নেক দ্বীপের উত্তরাংশ দেখা যাচ্ছে যেখানে আগুনে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। মঙ্গলবার, ২১ জুন ২০২২।
ম্যাক্সার টেকনোলজিস থেকে পাওয়া ওয়ার্ল্ডভিউ-১ উপগ্রহের সাদাকালো এই ছবিতে, কৃষ্ণ সাগরে অবস্থিত স্নেক দ্বীপের উত্তরাংশ দেখা যাচ্ছে যেখানে আগুনে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। মঙ্গলবার, ২১ জুন ২০২২।

ইউক্রেনের স্নেক দ্বীপ থেকে বৃহস্পতিবার নিজেদের বাহিনী প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক।

ওডেসা সমুদ্রবন্দরের কাছাকাছি অবস্থিত কৃষ্ণ সাগরের এই দ্বীপটিকে রাশিয়া তাদের বাহিনী সমবেত করার একটি স্থান হিসেবে ব্যবহার করে আসছিল। এর আগে যুদ্ধ আরম্ভ হওয়ার পর ফেব্রুয়ারির শেষ দিকে দ্বীপটির দখল নেয় রাশিয়া।

দ্বীপটিতে রুশ অবস্থানে ইউক্রেনের বাহিনী হামলা চালানোর পর বৃহস্পতিবারের এই ঘোষণা আসে।

রাশিয়া বলছে তাদের এই পদক্ষেপ একটি “শুভেচ্ছার নিদর্শন” এবং এটি দেখায় যে, ইউক্রেনের শস্যপণ্য রফতানি করতে একটি করিডোর স্থাপনের জাতিসংঘের চেষ্টার ক্ষেত্রে রাশিয়া বাধা হয়ে দাঁড়াচ্ছে না।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির দফতরের প্রধান, অ্যান্ড্রি ইয়েরমাক ঐ দ্বীপ থেকে রুশ বাহিনী প্রত্যাহারের খবর নিশ্চিত করেছেন। টুইটারে করা এক পোস্টে ইয়েরমাক বলেন, “স্নেক দ্বীপে আর কোন রুশ সৈন্য নেই। আমাদের সশস্ত্র বাহিনী খুবই ভাল কাজ করেছে।”

অপরদিকে, ব্রিটেন বৃহস্পতিবার ইউক্রেনের জন্য আরও ১০০ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।

প্রধানমন্ত্রী বরিস জনসনের দফতর জানায় যে, বরাদ্দকৃত অর্থ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, চালকবিহীন আকাশযান ও ইউক্রেনের সৈন্যদের জন্য অত্যাবশ্যক সরঞ্জামাদির জন্য ব্যয় করা হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন যে, নিরাপত্তা সহায়তার জন্য তিনি কৃতজ্ঞ। ব্রিটেনকে তিনি “সত্যিকার বন্ধু ও কৌশলগত সহযোগী” হিসেবে আখ্যায়িত করেন।

XS
SM
MD
LG