অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলে অনুষ্ঠিত হবে আরেকটি নির্বাচন; ৩ বছরে এই ৫ম বার


ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট (বাঁয়ে) এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড জেরুজালেমে ইসরাইলের সংসদ নেসেটে সংসদ ভেঙে দেয়ার জন্য একটি বিলের ওপর ভোট দেয়ার পরে প্রতিক্রিয়া জানাচ্ছেন। ২০ জুন, ২০২২।
ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট (বাঁয়ে) এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড জেরুজালেমে ইসরাইলের সংসদ নেসেটে সংসদ ভেঙে দেয়ার জন্য একটি বিলের ওপর ভোট দেয়ার পরে প্রতিক্রিয়া জানাচ্ছেন। ২০ জুন, ২০২২।

সংসদ ভেঙে দেয়ার পক্ষে ৯২-০ ভোট দেয়ার পর এবং ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট পদত্যাগ করার পর ইসরাইল ৩ বছরের মধ্যে পঞ্চমবারের মতো নতুন নির্বাচনের দিকে যাচ্ছে। ১ নভেম্বরের নির্বাচন পর্যন্ত বেনেটের প্রাক্তন জোটের অংশীদার ইয়াইর লাপিদ ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন।

বিদায়ী আট দলীয় জোট সরকারে ডান ও বাম দলগুলো অন্তর্ভুক্ত ছিল। ইসরাইলের ইতিহাসে এই প্রথমবারের মতো এতে একটি আরব দলও অন্তর্ভুক্ত ছিল। বেশ কয়েক সপ্তাহ আগে দুই কট্টর আইনপ্রণেতা দলত্যাগ করলে বেনেট তার জোটের স্বল্প ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা হারান যার ফলে সরকার পরিচালনা অসম্ভব হয়ে ওঠে।

ইসরাইল এখন ৩ বছরের মধ্যে পঞ্চম নির্বাচনের দিকে যাচ্ছে। লাপিদের প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন সাবেক প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তার ডানপন্থী লিকুদ পার্টি ইসরাইলের সংসদ নেসেটে বৃহত্তম দল কিন্তু তিনি জোট গঠন করতে পারেননি। একাধিক দুর্নীতির অভিযোগে তার বিচার চলছে।

আঞ্চলিক নিরাপত্তার উন্নতির বিষয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল ও সৌদি আরব সফরে যাওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে এই রাজনৈতিক অস্থিরতা শুরু হলো।

ইসরাইলি বিশ্লেষকরা বলছেন, লাপিদ ইরান বা অন্যান্য বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে না। তবে ইসরাইল আরও একটি নির্বাচনী প্রচারণায় জড়িয়ে পড়বে যা আঞ্চলিক প্রতিরক্ষা জোটের অগ্রগতিকে আরও পেছনে ঠেলে দিতে পারে।

XS
SM
MD
LG