ইসলামের নবী হজরত মুহাম্মদ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার জন্য ভারতের উচ্চ আদালত ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির একজন মুখপাত্রকে তিরস্কার করে বলেছে যে তিনি “দেশে আগুন লাগিয়ে দিয়েছেন।”
এক মাস আগে একটি টিভি বিতর্কের সময় নূপুর শর্মার করা অবমাননাকর মন্তব্য প্রতিবাদের জন্ম দেয়। এর ফলে ২জন বিক্ষোভকারী নিহত হয় এবং ১২টিরও বেশি ইসলামিক দেশজুড়ে প্রতিবাদের সূত্রপাত ঘটে।
বিজেপির মুখপাত্র থাকাকালীন নূপুর শর্মা এই মন্তব্য করেছিলেন। নয়াদিল্লি সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বেশ কয়েকটি দেশ থেকে কূটনৈতিক প্রতিবাদের সম্মুখীন হয় এবং তার পরেই তাকে দল থেকে বরখাস্ত করা হয়।
বিতর্ক শুরু হওয়ার সাথে সাথে নূপুর শর্মা তার মন্তব্য প্রত্যাহার করে নিয়েছিলেন। কিন্তু বিচারকরা বলেন, “প্রত্যাহার করতে তিনি দেরি করে ফেলেছেন এবং তাও ‘যদি অনুভূতিতে আঘাত লাগে’ এমন শর্তসাপেক্ষে তিনি বক্তব্য প্রত্যাহার করেছেন।”
২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতের মুসলিম সংখ্যালঘুদের লক্ষ্য করে ঘৃণামূলক বক্তব্য ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় রাজনৈতিক বিশ্লেষক এবং বিরোধী দলগুলো প্রায়ই শাসক দল এবং বিজেপির রাজনীতিবিদদের সাথে যুক্ত ডানপন্থী হিন্দু কর্মীদের দায়ী করে।বিজেপি বলে, তারা কোনো সংখ্যালঘুর প্রতি বৈষম্যমূলক আচরণ করে না।