অ্যাকসেসিবিলিটি লিংক

গণমাধ্যম পথপ্রদর্শক, মালিকপক্ষের স্বার্থরক্ষায় ব্যবহৃত হওয়া উচিত নয়: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ


তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,“গণমাধ্যম দেশের অন্যতম পথপ্রদর্শক। গণমাধ্যম কোনভাবেই মালিকপক্ষের স্বার্থরক্ষায় ব্যবহৃত হওয়া উচিত নয়।” শনিবার (২ জুন) দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি'র তৃতীয় সম্প্রচার সম্মেলনে, অনলাইনে দেয়া বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান “বাংলাদেশের কোনো টিভি চ্যানেল একসঙ্গে একাধিক বিদেশি সিরিয়াল সম্প্রচার করতে পারবে না। দেশের ইতিহাস-ঐতিহ্য -সংস্কৃতি- কৃষ্টি রক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছে তথ্যমন্ত্রণালয়।”

ড. হাছান মাহমুদ বলেন, “গণমাধ্যমকর্মী আইনের পরিবর্তন-পরিবর্ধনে সাংবাদিকদের সঙ্গে সরকার একমত এবং সাংবাদিকদের শীর্ষ সংগঠনের লিখিত প্রস্তাবনার অপেক্ষায় রয়েছে। এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।”

তথ্যমন্ত্রী, গণমাধ্যমকে সমৃদ্ধতর করতে বিজেসির ভূমিকা জোরদারের আহবান জানান।

XS
SM
MD
LG