অ্যাকসেসিবিলিটি লিংক

আর সড়ক নয়, প্রয়োজনে হাওরাঞ্চলে ফ্লাইওভার নির্মাণ হবে: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

বাংলাদেশের হাওরাঞ্চলে আর কোনো সড়ক নির্মাণ করবে না সরকার; প্রয়োজনে ফ্লাইওভার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রবিবার (৩ জুলাই) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, “সরকার হাওরে আর সড়ক নির্মাণ করবে না। যেখানে প্রয়োজন হবে, সেখানে উড়াল সড়ক নির্মাণ করা হবে।”

এম এ মান্নান বলেন, “দুর্যোগ মোকাবিলায় সরকারের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনকে অগ্রাধিকার দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে গেছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বড় প্রকল্প আসছে৷ প্রথমে ত্রাণ, এরপর নির্মাণ। যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদেরকে সহায়তা দেয়া হবে।”

পরিকল্পনামন্ত্রীবলেন, “যে সহায়তা আসছে তা প্রয়োজনের তুলনায় কম হলেও, এ মানবিক সহায়তা অব্যাহত থাকবে। আমাদের ধৈর্যের সঙ্গে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান।

XS
SM
MD
LG