অ্যাকসেসিবিলিটি লিংক

কোরবানির ঈদ উপলক্ষে সড়কে পশুর হাট নয়: মন্ত্রিসভা কমিটির বৈঠকে সিদ্ধান্ত


পশুর হাট

আসন্ন ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষে এবার সড়কে পশুর হাট বসতে দেয়া হবে না। আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রবিবার (৩ জুলাই) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে, আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি মুক্তিযদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানান।

আ ক ম মোজাম্মেল হক বলেন, “সড়কের ওপর পশুর হাট, হাটের খাজনা বা হাসিল, পশুর ট্রাকে বাধা দিয়ে চাঁদাবাজি, জোর করে হাটে পশু নামানোসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়গুলো নিয়ে প্রশাসন যেন সতর্ক থাকে। ব্যবসায়ী বা ক্রেতাদের যাতে ভোগান্তিতে পড়তে না হয়, সে দিকে লক্ষ রাখতে প্রশাসনকে বলা হয়েছে।”

তিনি বলেন, “যত্রতত্র যাতে পশুর হাট না বসে, সে বিষয়ে আলোচনা হয়। অনেক সময় দেখা যায়, ঢাকার বাইরেও সড়কের পাশে হাট বসছে। ফলে গাড়ি চলাচল করতে পারছে না। তাই, সড়কের পাশে কোন অবস্থায়, সাময়িকভাবেও যেন কোরবানির পশু বিক্রি না হয় সে বিষয়ে সিদ্ধান্ত হয়।”

এক প্রশ্নের উত্তরে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, “এখন থেকেই হাটে বড় সাইনবোর্ড থাকবে টোল রেট (হাসিল) ঘোষণা করে। হাট পরিচালকরা তাদের ইচ্ছা মতো হাসিল নেয়। শতকরা হার কতো, হাটে চার্টটা দৃশ্যমান থাকতে হবে। পত্রপত্রিকার মাধ্যমেও ব্যাপক প্রচার প্রচারণা করা হবে। যাতে বেশি নিতে না পারে, সে জন্য সেখানে (পশুর হাট) ভ্রাম্যমাণ আদালত থাকবে।”

XS
SM
MD
LG