অ্যাকসেসিবিলিটি লিংক

ডেনমার্কের শপিং মলে গুলিতে ৩ জন নিহত, ৩ জন গুরুতর আহত


কোপেনহেগেনের এক শপিং মলে গুলির ঘটনার পর তা বন্ধ করে দেয়া হয়। সেখানে কয়েকজন দাঁড়িয়ে আছেন। ৪ জুলাই, ২০২২।
কোপেনহেগেনের এক শপিং মলে গুলির ঘটনার পর তা বন্ধ করে দেয়া হয়। সেখানে কয়েকজন দাঁড়িয়ে আছেন। ৪ জুলাই, ২০২২।

রোববার ডেনমার্কের রাজধানীতে একটি ব্যস্ত শপিং মলের ভেতরে একজন বন্দুকধারী গুলি চালায়। এতে ৩ জন নিহত এবং ৩ জন গুরুতর আহত হয় বলে পুলিশ জানিয়েছে।

কোপেনহেগেনের পুলিশ পরিদর্শক সরেন থমাসেন সাংবাদিকদের বলেন, গোলাগুলির পর ২২ বছর বয়সী একজন ডেনিশ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, হামলার সাথে অন্য কেউ জড়িত ছিল এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে পুলিশ এখনো তদন্ত করছে।

ডেনমার্কে বন্দুক সহিংসতা তুলনামূলকভাবে বিরল ঘটনা।

থমাসেন বলেছেন, গুলির ঘটনার উদ্দেশ্য এত শীঘ্র অনুমান করা সম্ভব নয়। ডেনিশ রাজধানীর উপকণ্ঠে অবস্থিত স্ক্যান্ডিনেভিয়ান অন্যতম বৃহত্তম শপিং মল ফিল্ডসে এ ঘটনা ঘটে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন বলেছেন, স্ক্যান্ডিনেভিয়ান দেশটি একটি “নিষ্ঠুর হামলার” শিকার হয়েছে।

একটি যৌথ বিবৃতিতে রানী মার্গারেট, তার পুত্র ক্রাউন প্রিন্স ফ্রেডেরিক এবং তার স্ত্রী ক্রাউন প্রিন্সেস মেরি বলেছেন, “আমরা এখনো ঐ ট্র্যাজেডির সম্পূর্ণ মাত্রা জানি না, তবে এটি ইতোমধ্যে স্পষ্ট যে, আরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আরও বেশি মানুষ আহত হয়েছে।”

প্রতিবেশী রাষ্ট্র নরওয়েতে একটি মাস শ্যুটিং-এর ১ সপ্তাহ পরে এই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ বলেছে, ইরানি বংশোদ্ভূত একজন নরওয়েজিয়ান এলজিবিটিকিউ উৎসবের সময় গুলি চালালে ২ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়।

XS
SM
MD
LG