অ্যাকসেসিবিলিটি লিংক

উজবেকিস্তানে সংঘর্ষে ১৮ জন নিহত, আহত দুই শতাধিক


উজবেকিস্তানের উত্তর-পশ্চিম কারাকালপাকস্তান অঞ্চলের রাজধানী নুকুসে সেনা সদস্যদের টহল দিতে দেখা যাচ্ছে। ৩ জুলাই, ২০২২। (ছবিঃরয়টার্স)
উজবেকিস্তানের উত্তর-পশ্চিম কারাকালপাকস্তান অঞ্চলের রাজধানী নুকুসে সেনা সদস্যদের টহল দিতে দেখা যাচ্ছে। ৩ জুলাই, ২০২২। (ছবিঃরয়টার্স)

উজবেকিস্তান কর্তৃপক্ষ বলছে, কারাকালপাকস্তানে বিক্ষোভ চলাকালীন সংঘর্ষে ১৮ জন নিহত এবং ২৪৩ জন আহত হয়েছে।

কারাকালপাকস্তান প্রজাতন্ত্রের স্বাস্থ্য মন্ত্রকের প্রধান সুলতানবেক জিয়ায়েভ নিউজ ওয়েবসাইট দারিও ডট ইউজেড-কে বলেছেন, নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহতদের দিয়ে নুকুসের হাসপাতালগুলো ভর্তি ছিল।

উজবেকিস্তান শক্তভাবে নিয়ন্ত্রিত একটি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র। সেখানে সরকার যেকোনো ধরনের ভিন্নমতকে কঠোরভাবে দমন করে।

জানুয়ারিতে রাশিয়া ও অন্যান্য সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র কাজাখাস্তানে গণবিক্ষোভ দমনের জন্য এবং দেশটির কর্তৃপক্ষকে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাহায্য করার জন্য সৈন্য পাঠায়। ওই ঘটনার পরে উজবেকিস্তানের বিক্ষোভ এই বছরে মধ্য এশিয়ায় অস্থিরতার দ্বিতীয় ঘটনা ছিল।

পরিকল্পিত সাংবিধানিক পরিবর্তনের কারণে উজবেকিস্তানে বিক্ষোভ সংঘটিত হয়। ওই পরিবর্তনের মাধ্যমে কারাকালপাকস্তানের স্বায়ত্তশাসনের মর্যাদা কেড়ে নেয়ার কথা ছিল। বিপরীত এক সিদ্ধান্তে শনিবার দেশটির প্রেসিডেন্ট সে পরিকল্পনা বাদ দিয়েছেন।

XS
SM
MD
LG