ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে, রাশিয়া এবং বেলারুশের ক্রীড়া পরিচালনা সংস্থাগুলিকে সবরকম আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশন থেকে সাময়িক ভাবে বহিস্কার করার আহ্বান জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং তাঁর মিত্ররা। মঙ্গলবার তারা এই আহ্বান জানায়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে এক বিবৃতিতে তাদের অপসারণের আহ্বান জানিয়ে বলা হয়েছে, "সম্পূর্ণ বিনা উস্কানীতে এবং অযৌক্তিকভাবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার একতরফা যুদ্ধ, এবং সেই যুদ্ধে বেলারুশের সরকারের সহায়তা, একটি ঘৃণ্য এবং সেটা আন্তর্জাতিক বাধ্যবাধকতার একটি সুস্পষ্ট লঙ্ঘন।"
বিবৃতিতে "রাশিয়া এবং বেলারুশের রাজ্যগুলির সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত ব্যক্তি এবং সরকারী কর্মকর্তাদের, আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশন যেমন বোর্ড এবং আয়োজক কমিটির প্রভাবশালী অবস্থান থেকে সরানো উচিত" বলে উল্লেখ করা হয়েছে।
সেই সাথে, উভয় দেশে সবরকম ক্রীড়া প্রতিযোগিতার সম্প্রচার স্থগিত করারও আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যদি কোনও ক্রীড়া সংস্থা এই দুই দেশের নাগরিকদের কোনো ইভেন্টে অংশগ্রহণের অনুমতিও দেয়, "এটি স্পষ্ট হওয়া উচিত যে, তারা রাশিয়া বা বেলারুশের প্রতিনিধিত্ব করছে না। একই সাথে, তাদের রাশিয়া এবং বেলারুশের পতাকা, প্রতীক এবং সঙ্গীত ব্যবহার করাও উচিত হবে না।"
"আমরা সমস্ত আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশনগুলোকে এই নীতিগুলি বিবেচনা করার আহ্বান জানাচ্ছি, এবং যারা ইতোমধ্যেই পদক্ষেপ নিয়েছে তাদের সকলকে সাধুবাদ জানাচ্ছি। নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক আদেশের অধীনে পুনরায় সহযোগিতা করা সম্ভব না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞাগুলি কার্যকর হওয়া উচিত।"
[ এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেয়া হয়েছে ]।