যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ইলিনয়ের হাইল্যান্ড পার্কে ৪ঠা জুলাই স্বাধীনতা দিবসের প্যারেডে এক বন্দুকধারীর গুলি চালানোর ঘটনার একদিন পর মঙ্গলবার সেখানে যান। ঐ ঘটনায় সাতজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় রিমপ্যাকের অংশ হিসাবে ৩০শে জুন থেকে হাওয়াই-এ অনুষ্ঠিত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাথে আমেরিকান বাহিনীর সামরিক মহড়ার ভিডিও প্রকাশ করেছে। প্রতিরক্ষা বিভাগ একে বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সামুদ্রিক মহড়া বলে অভিহিত করেছে যা ৪ঠা আগস্ট পর্যন্ত চলবে।
হোয়াইট হাউজ মঙ্গলবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় হিসেবে চীন থেকে আমদানি করা জিনিষের উপর ট্রাম্প আমলের আরোপিত শুল্ক হার কমানো যায় কি না তা এখনো বিবেচনা করছেন।