অ্যাকসেসিবিলিটি লিংক

বেনামি হ্যাকারের কাছে ১০০ কোটি চীনা বাসিন্দার তথ্য থাকার দাবি


স্ক্রিনের সাইবার কোডের আলোতে আলোকিত একটি কিবোর্ড। ১ মার্চ, ২০১৭। (ছবিঃরয়টার্স)।
স্ক্রিনের সাইবার কোডের আলোতে আলোকিত একটি কিবোর্ড। ১ মার্চ, ২০১৭। (ছবিঃরয়টার্স)।

একজন সাইবার হ্যাকার ১০০ কোটি চীনা বাসিন্দার ব্যক্তিগত ডেটা পাবার দাবি করেছে যা ইতিহাসের সর্ববৃহৎ ডেটা লঙ্ঘনের ঘটনা হতে পারে।

“চায়না ড্যান” হ্যান্ডেল ব্যবহার করে হ্যাকার ফোরামে একজন বেনামী ব্যবহারকারী গত সপ্তাহে ১০টি বিটকয়েনের মাধ্যমে বিশাল ডেটাবেস বিক্রি করার প্রস্তাব দিয়েছেন যার মূল্য প্রায় ২ লাখ ডলার।

ব্যবহারকারী বলেছেন, ডেটাগুলো একটি অনিরাপদ সাংহাই পুলিশ ডেটাবেস থেকে পাওয়া গেছে এবং ১ বছরের জন্য সর্বজনীনভাবে প্রবেশযোগ্য ছিল। ব্যবহারকারী দাবি করেছেন, ডেটাবেসে নাম, ঠিকানা, জন্ম তারিখ, জাতীয় শনাক্তকরণ নম্বর এবং বিস্তারিত অপরাধমূলক রেকর্ডের মতো ব্যক্তিগত তথ্য রয়েছে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক কেবল নিউজ নেটওয়ার্ক সিএনএন বলেছে, তারা বিক্রেতার প্রদত্ত নমুনা থেকে ২৪টিরও বেশি এন্ট্রির সত্যতা যাচাই করেছে, কিন্তু মূল ডেটাবেসে প্রবেশ করতে পারেনি।

সাংহাই পুলিশ কর্মকর্তারা কথিত ডেটা লঙ্ঘনের বিষয়ে মন্তব্য করার জন্য সংবাদ সংস্থাগুলোর অনুরোধে সাড়া দেয়নি।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG