অ্যাকসেসিবিলিটি লিংক

পারমাণবিক আলোচনায় ইরানের আরও দাবি 'উদ্বেগজনক', বললেন যুক্তরাষ্ট্রের দূত


সেপ্টেম্বর ২৪,২০১৭ সালে ইরানের তেহরানের বাহারেস্তান স্কয়ারে প্রদর্শিত একটি ঘাদর-এইচ মিসাইল,(কেন্দ্রে) একটি কঠিন-জ্বালানী সেজ্জিল ক্ষেপণাস্ত্র পৃষ্ঠ-থেকে-পৃষ্ঠ এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একটি প্রতিকৃতি।

পারমানবিক চুক্তি পুনর্বহালের বিষয়ে সর্বসাম্প্রতিক একটি আলোচনার সময়, বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত নয় এমন দাবি যুক্ত করেছে ইরান । ইউরেনিয়াম সমৃদ্ধকরণেও তারা উদ্বেগজনক অগ্রগতি অর্জন করেছে বলে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দূত জানান।

ইরান বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রবার্ট ম্যালি বলেন, আলোচনায় এমন একটি প্রস্তাব রয়েছে, যদি ইরান নির্দিষ্ট সময়ের মধ্যে পারমাণবিক চুক্তি মেনে চলার প্রস্তাবে ফিরে আসে তবে ওয়াশিংটন তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করবে।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনাটি ইরানের ২০১৫ সালের পারমাণবিক চুক্তিটির অচলাবস্থা ভাঙ্গার লক্ষ্যে গত সপ্তাহে কাতারের দোহায় আশানুরূপ অগ্রগতি ছাড়াই শেষ হয়েছিল। ম্যালি বলেন, ইরানী আলোচকরা নতুন দাবি যুক্ত করেছেন।

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেলের সঙ্গে কথা বলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ান এক টুইট বার্তায় বলেন, 'পারস্পরিক বোঝাপড়া ও স্বার্থের ওপর ভিত্তি করেই কেবল এই চুক্তি সম্ভব। আমরা একটি শক্তিশালী ও টেকসই চুক্তি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্রকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে তারা একটি চুক্তি চায় নাকি একতরফা দাবি।’’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস বলেন, বর্তমানে ইরানের সঙ্গে বিষয়টি নিয়ে আর কোন আলোচনা হয়নি। সাম্প্রতিক সময়গুলোতে তেহরান বারবার যে অতিরিক্ত দাবিগুলো তুলে ধরেছে, তা ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির আওতার বাইরে।

প্রাইস সংবাদদাতাদের বলেন, "জেসিপিওএ-র সংকীর্ণ সীমার বাইরে গিয়ে যে কোনও কিছু নতুন করে শুরু করা বিষয়টির প্রতি গুরুত্ব আর প্রতিশ্রুতির ঘাটতিই বুঝায় এবং দুর্ভাগ্যবশত, দোহায় দলের সদস্যরা আবারও সেটাই দেখেছে,"

ম্যালি বলেন, বোমা তৈরির জন্য ইরানের হাতে যথেষ্ট পরিমাণে পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে এবং কয়েক সপ্তাহের মধ্যে তা করতে পারে।

ম্যালি আরও বলেন, পারমানবিক আলোচনায় যাই ঘটুক না কেন ইরানে আটক ইরানিয়ান-আমেরিকানদের মুক্তির জন্যও আমরা কাজ করে যাচ্ছি। ২০১৫ সালে সিয়ামাক নামাজি নামের ইরানি আমেরিকানকে ইরানে বন্দি করা হয় এবং তিনি সেখানে সব চেয়ে দীর্ঘ সময় ধরে বন্দি রয়েছেন।

ম্যালি বলেন আশা করি এই দুঃখজনক ব্যাপারটির নিস্পত্তি ঘটাতে পারব।

XS
SM
MD
LG