অ্যাকসেসিবিলিটি লিংক

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের বিরোধ নিষ্পত্তির জন্য প্রয়োজন দায়মুক্তির বিরুদ্ধে লড়াই: জাতিসংঘ


মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পাউয়াতে জাতিসংঘের একটি সাঁজোয়া যান টহল দিচ্ছে৷ ৫ ডিসেম্বর, ২০২১। (ফাইল ছবি)
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পাউয়াতে জাতিসংঘের একটি সাঁজোয়া যান টহল দিচ্ছে৷ ৫ ডিসেম্বর, ২০২১। (ফাইল ছবি)

জাতিসংঘের একজন তদন্তকারী সতর্ক করে বলেছেন, যতদিন না মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে(সিএআর) ক্রমাগত দুর্নীতি ও দায়মুক্তির বিধান অব্যাহত থাকবে, ততদিন দেশটিতে সহিংসতা বৃদ্ধি পাবে এবং জাতীয় পুনর্মিলন অধরাই থেকে যাবে।

তদন্তকারী ইয়াও আগবেটসের মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সংক্রান্ত একটি প্রতিবেদন বুধবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে জমা দেওয়া হয়েছে।

সিএআর-এর মানবাধিকার বিষয়ে স্বাধীন বিশেষজ্ঞ ইয়াও আগবেটস গত মার্চ মাসে কাউন্সিলে তার শেষ রিপোর্ট পেশ করেন। তারপর থেকে আগবেটস বলে আসছেন, সিএআর-এ জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মিনুসকা, ১,৩০০টিরও বেশি ভুক্তভোগীদের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ৪৩৬টি ঘটনা নথিভুক্ত করেছে।

এসব অপরাধের মধ্যে রয়েছে সংঘাত সংশ্লিষ্ট যৌন সহিংসতা এবং শিশু অধিকারের গুরুতর লঙ্ঘন।

আগবেটস বলেন প্রায় অর্ধেক লঙ্ঘন রাষ্ট্রীয় এজেন্ট এবং তাদের মিত্রদের দ্বারা সংঘটিত হয়েছে। বাকি অর্ধেক সশস্ত্র গোষ্ঠী দ্বারা, যারা ২০১৩ সালে শুরু হওয়া গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে ২০১৮ সালের শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিল।

তিনি আরও বলেন, দুর্ভাগ্যবশত, দায়মুক্তির সাথে চরম লঙ্ঘন অব্যাহত রয়েছে।

একজন দোভাষীর মাধ্যমে আগবেটস বলেন, "যদি বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সামাজিক উত্তেজনা বৃদ্ধি পাবে, যা সংঘাতপূর্ণ ওই এলাকাটিকে আরও নাজুক পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। এছাড়া চলমান অস্থিতিশীলতা সশস্ত্র গোষ্ঠীগুলিকে নতুন করে অনুপ্রেরণা দেবে, এবং তারা মানবাধিকার এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে তাদের যুদ্ধংদেহী কর্মকাণ্ড চালিয়ে যাবে।"

তিনি বলেন, এই অবস্থা চলতে থাকলে দেশটির মানুষকে এই অঞ্চলের অন্যান্য দেশে এবং ইউরোপের দিকে পালাতে প্ররোচিত করবে।

আগবেটস দায়মুক্তির বিরুদ্ধে লড়াই করাকে অগ্রাধিকার হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, দেশটির জনগণ চায় রাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের তদন্ত করুক এবং মিনুসকা-এর মানবাধিকার বিভাগের সহায়তায় মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ তদন্ত শুরু করুক।

অন্যদিকে, স্বাধীন বিশেষজ্ঞদের একটি বেসরকারী নিরাপত্তা কোম্পানি, ওয়াগনার গ্রুপের সাথে যুক্ত রাশিয়ান ভাড়াটেদের দ্বারা সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়টি উল্লেখ করছেন।

তারা ২০১৯ সাল থেকে সিএআর-এ বেসামরিক নাগরিকদের অত্যাচার ও হত্যা করছে বলে জানা গেছে। জাতিসংঘ, বেশ কয়েকটি সরকার এবং মানবাধিকার গোষ্ঠীগুলো রাশিয়ান ভাড়াটে বাহিনীকে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য অভিযুক্ত করেছে।

তবে রাশিয়া এবং সিএআর উভয়ই ওয়াগনার গ্রুপের দেশটিতে থাকার কথা বারবার অস্বীকার করে আসছে।

রিপোর্টে তার প্রতিক্রিয়ায়, সিএআর-এর বিচার মন্ত্রী, আরনাউড জোবে আবাজেন, ওয়াগনার গ্রুপের বিষয়ে কিছু উল্লেখ করেননি। তবে, তিনি কাউন্সিলকে বলেছেন, দায়মুক্তি এবং যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে মানবাধিকারের প্রচার, তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

XS
SM
MD
LG