অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমা আর্টিলারি রুশ বাহিনীর বিরুদ্ধে কার্যকর: জেলেন্সকি


খারকিভের উপকণ্ঠে কয়েকদিন আগে ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হওয়া একটি স্কুলভবনের দিকে তাকিয়ে আছেন ইউক্রেনের এক সেনা সদস্য, ৫ জুলাই ২০২২।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বুধবার বলেন যে, পশ্চিমা মিত্রদের কাছ থেকে তার বাহিনীর জন্য পাওয়া আর্টিলারি কামানগুলো “শক্তিশালীভাবে কাজ করতে আরম্ভ করেছে” এবং রুশ সামরিক বাহিনীর প্রচেষ্টাকে ব্যাহত করতে সেগুলো সাহায্য করছে।

তার সান্ধ্যকালীন ভিডিও বার্তায় জেলেন্সকি বলেন, “এটির নির্ভূলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করার সক্ষমতা, আমাদের যা প্রয়োজন ছিল ঠিক তেমন।” তিনি আরও বলেন, “আমাদের প্রতিরক্ষাকারীরা ডিপো সহ অন্যান্য স্থানে অত্যন্ত উল্লেখযোগ্যভাবে আঘাত করছে, যেই স্থানগুলো দখলদারদের রসদ সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এবং তা রুশ সেনাবাহিনীর আগ্রাসনের সক্ষমতাকে গুরুতরভাবে হ্রাস করছে।”

তিনি ইউক্রেনের সম্পূর্ণ ভূখণ্ডের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের বিষয়েও অঙ্গীকার করেন। এদিকে, দেশটির পূর্বাঞ্চলের ডনব্যাস অঞ্চলের দখল নিতে চেষ্টা চালাচ্ছে রাশিয়া।

জেলেন্সকি বলেন, “আমরা আমাদের পুরো দক্ষিণাঞ্চলের জন্য লড়াই করছি, ইউক্রেনের পুরো ডনব্যাসের জন্য – বর্তমানে সেখানেই সব থেকে নির্মম সংঘাত চলছে, স্লোভিয়ানস্ক ও বাখমুতের কাছে।” তিনি আরও বলেন, “আমরা খারকিভ অঞ্চলের জন্য লড়াই করছি। দখলদারদের এটা ভাবা উচিৎ নয় যে এই ভূমিতে তাদের সময় দীর্ঘস্থায়ী হবে বা তাদের আর্টিলারির শ্রেষ্ঠত্ব চিরস্থায়ী হবে।”

ইউক্রেনের কর্মকর্তারা এর আগে বুধবার ডনব্যাসের ডনেটস্ক প্রদেশের অবশিষ্ট বাসিন্দাদের আরও নিরাপদ স্থানে পালিয়ে যেতে বলেছেন। রাশিয়া সেখানে নতুন করে আক্রমণ আরম্ভ করেছে।

ডনেটস্ক এর আঞ্চলিক সামরিক প্রশাসক, পাভলো কিরিলেঙ্কো ইউক্রেনের গণমাধ্যমকে বলেন, “রাশিয়া সমগ্র ডনেটস্ক অঞ্চলকে একটি উত্তপ্ত এলাকায় পরিণত করেছে যেখানে বেসামরিক মানুষদের অবস্থান করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”

কিছু ইউক্রেনীয় ডনেটস্ক ছেড়ে চলে যেতে চাচ্ছেন না। তবে কিরিলেঙ্কো জানান যে, যুদ্ধের আগে ঐ এলাকায় প্রায় ১৭ লক্ষ মানুষের বসবাস থাকলেও, বর্তমানে সেখানে মাত্র প্রায় ৩,৪০,০০০ মানুষ রয়েছেন।

XS
SM
MD
LG