অ্যাকসেসিবিলিটি লিংক

জিম্বাবুয়ে সফরে থাকছেন না সাকিব আল হাসান


সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের মধ্যে তৃতীয় একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেট ম্যাচ চলাকালীন ফিল্ডিং করার সময় বাংলাদেশের সাকিব আল হাসান বল ছুঁড়ে মারছেন।(ছবি ক্রিশ্চিয়ান কোটজে / এএফপি)
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের মধ্যে তৃতীয় একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেট ম্যাচ চলাকালীন ফিল্ডিং করার সময় বাংলাদেশের সাকিব আল হাসান বল ছুঁড়ে মারছেন।(ছবি ক্রিশ্চিয়ান কোটজে / এএফপি)

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে, দেশে ফিরে এক সপ্তাহের বিরতির পর, জিম্বাবুয়ে উড়াল দেবে বাংলাদেশ দল। তবে সেই সফরে টেস্ট দলের অধিনায়ক থাকছেন না সাকিব আল হাসান। এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা।

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে সফরে রয়েছে বাংলাদেশ দল। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরেছে টাইগাররা। এখন টি-টোয়েন্টি সিরিজ চলছে। যেখানে বাংলাদেশ ১-০ তে পিছিয়ে রয়েছে।

বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেছেন, “সাকিব আমাদের জানিয়েছেন, তিনি জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না। তবে অন্যান্য সিনিয়র খেলোয়াড়রা জিম্বাবুয়ে যাবেন।”

সম্প্রতি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হয়েছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে টাইগারদের নেতৃত্ব দেন তিনি।

টি-টোয়েন্টি সিরিজের পর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। ম্যাচগুলো যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে।

XS
SM
MD
LG