অ্যাকসেসিবিলিটি লিংক

ইথিওপিয়ায় দুর্ভিক্ষের সতর্কবার্তা দিলেন ইউনিসেফের একজন কর্মকর্তা


ইথিওপিয়ার গোডে শহর থেকে ৮০ কিলোমিটার দূরে হারগুডুডো গ্রামে মৃত ভেড়ার পাশে লোকজন দাঁড়িয়ে আছে। ৭ এপ্রিল, ২০২২। ফাইল ছবি।.
ইথিওপিয়ার গোডে শহর থেকে ৮০ কিলোমিটার দূরে হারগুডুডো গ্রামে মৃত ভেড়ার পাশে লোকজন দাঁড়িয়ে আছে। ৭ এপ্রিল, ২০২২। ফাইল ছবি।.

ইউনিসেফের একজন কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, অবিলম্বে সহায়তা না করা হলে ইথিওপিয়ার খরা-পীড়িত জনগণ একটি পরিপূর্ণ দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে।

এই সপ্তাহে ইথিওপিয়ার প্রতিনিধি জিয়ানফ্রাঙ্কো রোটিগ্লিয়ানো ফোনে ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, মানবিক সংকট এড়াতে তার সংস্থা প্রয়োজনীয় বিদেশী সাহায্য পাচ্ছে না।তিনি সতর্ক করে বলেছেন যে, আরও সহায়তা ছাড়া পূর্ব ইথিওপিয়া বছরের পর বছর খরার কারণে দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে।

দেশটি ১৯৮১ সাল থেকে মারাত্নক খরার মুখোমুখি হচ্ছে। ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে চার বছর বৃষ্টি না হওয়ার কারণে পানির উৎস শুকিয়ে গেছে, যার ফলে ব্যাপক ফসল নষ্ট হয়েছে এবং আনুমানিক ১ কোটি মানুষকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে যার প্রায় অর্ধেক শিশু।

সংস্থাটি বলেছে, খরা কবলিত এলাকায় তীব্র অপুষ্টি মারাত্নকভাবে বেড়েছে। তারা বলেছে, শুধুমাত্র সোমালি অঞ্চলে অপুষ্টি ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তারা সতর্ক করেছে যে, ৬ লাখ শিশু চিকিৎসাসেবা ও পুষ্টি ছাড়া রোগ ও মৃত্যুর মুখোমুখি।

আদ্দিস আবাবা থেকে কথা বলার সময় রোটিগ্লিয়ানো ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, যা করা দরকার তা করার জন্য তার কাছে পর্যাপ্ত অর্থ নেই।

তিনি বলেছেন, এই বছর ইথিওপিয়া জুড়ে ক্রমবর্ধমান মানবিক চাহিদা মেটাতে ইউনিসেফের ৩৫ কোটি ১০ লাখ ডলারের আবেদনের মধ্যে তারা মাত্র সাড়ে ৫ কোটি ডলার পেয়েছে।

তিনি বহির্বিশ্বের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমিত করার জন্য প্রয়োজনীয় বিনিয়গেরও আহ্বান জানিয়েছেন।

XS
SM
MD
LG