অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটনি গ্রিনার রাশিয়ায় মাদক বিষয়ক বিচারে নিজের দোষ স্বীকার করেছেন


ডব্লিউএনবিএ তারকা এবং দুইবারের অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী ব্রিটনি গ্রিনারকে রাশিয়ার মস্কোর খিমকিতে শুনানির জন্য আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। ৭ জুলাই, ২০২২
ডব্লিউএনবিএ তারকা এবং দুইবারের অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী ব্রিটনি গ্রিনারকে রাশিয়ার মস্কোর খিমকিতে শুনানির জন্য আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। ৭ জুলাই, ২০২২

গাঁজার তেল রাখার জন্য ফেব্রুয়ারি থেকে রাশিয়ায় আটক একজন আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় বৃহস্পতিবার রাশিয়ার একটি আদালতে নিজের দোষ স্বীকার করেছেন।

৩১ বছর বয়সী ব্রিটনি গ্রিনার, ইংরেজিতে বিচারককে বলেন, "আমি দোষ স্বীকার করতে চাই। কিন্তু আমার কোন উদ্দেশ্য ছিল না। আমি আইন ভঙ্গ করতে চাইনি,"। তাঁর কথাগুলো আদালতের জন্য রুশ ভাষায় অনুবাদ করা হচ্ছিল।

তিনি আরো বলেন, "আমি পরে আমার সাক্ষ্য দিতে চাই। আমার প্রস্তুতির জন্য সময় দরকার,"।

ডব্লিউএনবিএ তারকা, যিনি রাশিয়াতেও খেলেছিলেন, তাঁর ১০ বছরের কারাদন্ড হতে পারে।

১৪ই জুলাই তাঁর আদালতে ফিরে আসার কথা রয়েছে।

সোমবার, গ্রিনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি চিঠি পাঠিয়েছেন এবং তাকে রাশিয়ায় আটক বা জিম্মি করা অন্যান্য আমেরিকানদের জন্য "আপনি যা করতে পারেন" করতে বলেছেন।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে মঙ্গলবার বলেছেন যে বাইডেন চিঠিটি পড়েছেন।

হোয়াইট হাউজ বুধবার বলেছে, বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস আটক বাস্কেটবল খেলোয়াড়ের স্ত্রী চেরেল গ্রিনারের সাথে কথা বলেছেন এবং জোর দিয়ে বলছেন যে প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব রাশিয়া থেকে তার মুক্তি নিশ্চিত করার জন্য কাজ করছে।

রাশিয়ার কর্মকর্তারা গ্রিনারের প্রতি কঠোর অবস্থান বজায় রেখেছেন।

XS
SM
MD
LG