অ্যাকসেসিবিলিটি লিংক

শিনজো আবের মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ


ফাইল ছবি- তৎকালীন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে টোকিওতে তার সরকারী বাসভবনে ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করছেন।১৫ মার্চ ২০১৩।
ফাইল ছবি- তৎকালীন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে টোকিওতে তার সরকারী বাসভবনে ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করছেন।১৫ মার্চ ২০১৩।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শনিবার (৯ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

শোক দিবস পালনকালে, সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। শনিবার আবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হবে।

৬৭ বছর বয়সী শিনজো আবে দক্ষিণ জাপানে প্রচারণার বক্তৃতা দেয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান। গুলিবিদ্ধ আবে তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান।

জাপানের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর হামলা পুরো বিশ্বকে হতবাক করেছে।

XS
SM
MD
LG