অ্যাকসেসিবিলিটি লিংক

শিনজোর মৃত্যুতে একদিনের শোকপ্রকাশ ভারতে, দু’জনের শেষ ছবি শেয়ার করলেন মোদী


ফাইল ছবি - ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ভারতের নয়া দিল্লিতে তাদের বৈঠকের আগে হাত মেলাচ্ছেন। ( ছবি-এপি /মণীশ স্বরূপ)
ফাইল ছবি - ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ভারতের নয়া দিল্লিতে তাদের বৈঠকের আগে হাত মেলাচ্ছেন। ( ছবি-এপি /মণীশ স্বরূপ)

চিকিৎসকদের হাজার চেষ্টার পরেও বাঁচানো যায়নি জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের বেডে কয়েক ঘণ্টা জীবন-মরণ লড়াই চালান তিনি। কিন্তু সেই লড়াইয়ে হার মানলেন ৬৭ বছরের শিনজো। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত (Sad) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশজুড়ে একদিনের শোকদিবস পালনের কথা ঘোষণা করেছেন মোদী।

শিনজো আবের প্রয়াণে এদিন টুইট করে শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি লেখেন, "শিনজো আবের প্রতি সম্মান জানিয়ে আগামীকাল দেশজুড়ে শোকদিবস পালন করা হবে।" শুধু তাই নয়, এদিন তাদের শেষ তোলা ছবিটিও শেয়ার করেন মোদী। সম্প্রতি জাপান সফরে গিয়েছিলেন তিনি। সেখানেই তোলা হয় তাদের এই ছবি।

সেই ছবি পোস্ট করে তিনি লেখেন, টোকিওতে তোলা এই ছবি। শিনজো আবে সবসময়ই ভারত-জাপানের সম্পর্ককে মজবুত করার বিষয়ে খুবই উৎসাহী ছিলেন।

XS
SM
MD
LG