যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বৃহস্পতিবার জানিয়েছে, গত বছর ১৬ জন আমেরিকান খ্রিস্টান মিশনারিকে অপহরণে ভুমিকা রাখার অভিযোগে , হাইতির ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, শক্তিশালী ৪০০ মাওজো গ্যাং-এর একজন সদস্য জ্যঁ পেলিসকে, যে কি-না ‘জো’ নামেও পরিচিত, অভিযোগের মুখোমুখি করার জন্য, গত মে মাসে যুক্তরাষ্ট্রে আনা হয়।
২০২১ সালের অক্টোবরে পোর্ট-অ-প্রিন্সের কাছে ৪০০ মাওজোর সদস্যরা ১৭ জন খ্রিস্টান মিশনারিকে অপহরণ করে। এদের মধ্যে ১৬ জন ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক। পুলিশ,পেলিসকে এই অপহরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেছে।
অপরাধ-চক্রটি মুক্তিপণ দাবি করেছিল এবং হাইতির একটি কারাগার থেকে জোলি জার্মাইনের মুক্তির দাবি করেছিল। জোলি জার্মাইন ৪০০ মাওজো চক্রের নেতা। সে কারাগারে বসেই চক্রটি পরিচালনা করছে বলে অভিযোগ আছে।
অপহৃতদের মধ্যে দুই জনকে ২০২১ সালের নভেম্বরে মুক্তি দেয়া হয়। তিন জনকে মুক্তি দেয়া হয় ২০২১ সালের ডিসেম্বরে। বাকিরা ঐ মাসের শেষ দিকে বন্দিদশা থেকে পালিয়ে আসে।
“ইয়োনইয়োন” নামে পরিচিত জার্মাইন (২৯)-কে গত মে মাসে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করা হয়। তার বিরুদ্ধে জিম্মি করাসহ অন্যান্য অপরাধ সংঘটিত করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।
|
|