ত্যাগের মহিমায় উজ্জীবীত হয়ে, দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সকল বাংলাদেশির প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঈদুল আজহা উপলক্ষে, শনিবার (৯ জুলােই দেশবাসীর উদ্দেশে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “ঈদুল আজহা মানেই ত্যাগের উৎসব। আসুন, ত্যাগের মহিমায় উজ্জীবীত হয়ে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি।”
শেখ হাসিনা সকলকে ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে, বিশ্বব্যাপী মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “সবাই সুস্থ ও নিরাপদে থাকুন, ঈদ মোবারক।”