শুক্রবার কানাডার লক্ষ লক্ষ মানুষের ইন্টারনেট সংযোগ ও মোবাইল ফোন পরিষেবা ছাড়া থাকার অভিজ্ঞতা হয়।
দেশটির বৃহত্তম মোবাইল ও ইন্টারনেট পরিষেবা কোম্পানী, রজারস কমিউনিকেশন গোলযোগের শিকার হয়। শুক্রবার সকালে আরম্ভ হয়ে তা প্রায় সারাদিনব্যাপী স্থায়ী হয়।
গোলযোগটি খুচরা বিক্রেতা, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড লেনদেন, আদালতের বিচারিক প্রক্রিয়া, সরকারি সংস্থা, জরুরি পরিষেবায় ফোন কল ও আরও অনেক কিছুকেই প্রভাবিত করে।
রজারস টুইটারে লেখে, “আজ আমরা আপনাদের নিরাশ করেছি। এটা যত দ্রুত সম্ভব ঠিক করার জন্য আমরা কাজ করছি। আমরা আপনাদের পরিস্থিতি সম্পর্কে জানানো অব্যাহত রাখব, যার মধ্যে পরিষেবা কখন আবার চালু হবে সে বিষয়টিও রয়েছে।”
শুক্রবার দিনের শেষদিকে টরন্টোভিত্তিক এই টেলিযোগাযোগ কোম্পানীটি জানায় যে, তারা পরিষেবা আবারও চালু করা আরম্ভ করেছে।