অ্যাকসেসিবিলিটি লিংক

ক্রমবর্ধমান চ্যালেঞ্জ সত্ত্বেও, বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত: নরেন্দ্র মোদী


নরেন্দ্র মোদী
নরেন্দ্র মোদী

আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘ক্রমবর্ধমান জটিলতা ও চ্যালেঞ্জ’ সত্ত্বেও, বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করার মাধ্যমে, নাগরিকদের জন্য অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধি প্রদানের আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার সহযোগিতা ও অংশীদারিত্ব জোরদার করতে, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যৌথ অঙ্গীকার। যার মাধ্যমে আমরা অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে পারি।”

“আগামী কয়েক সপ্তাহের মধ্যে নয়াদিল্লিতে সাক্ষাতের সময়, এ বিষয়সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য আমি উন্মুখ,” বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান।

এছাড়া ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যক্তিগত শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আমি আপনাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা), আপনার পরিবার এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে শুভেচ্ছা হিসেবে ঈদ মোবারক জানাতে পেরে আনন্দিত।”

XS
SM
MD
LG