বাংলাদেশের বন্যা কবলিত মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সকলের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রবিবার (১০ জুলাই) বঙ্গভবনের দরবার হলে ঈদুল আজহার নামাজ আদায় শেষে তিনি এ আহ্বান জানান।
বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, “সরকার দেশের বন্যা কবলিত উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিত্তবানদেরও উচিৎ ত্রাণ কার্যক্রম জোরদারে সরকারের সঙ্গে সহযোগিতা করা।”
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, “কোভিড-১৯ মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি বিশ্ব অর্থনীতিকে চাপে ফেলেছে। এই পরিস্থিতি মোকাবেলায়, সরকার অর্থনীতির চাকা সচল রাখতে প্রণোদনা প্যাকেজ প্রদানসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।”