অ্যাকসেসিবিলিটি লিংক

বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ বাড়ানোর আহ্বান জানালেন রাষ্ট্রপতি আবদুল হামিদ


ত্রাণসামগ্রী হাতে বন্যা কবলিত মানুষ
ত্রাণসামগ্রী হাতে বন্যা কবলিত মানুষ

বাংলাদেশের বন্যা কবলিত মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সকলের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রবিবার (১০ জুলাই) বঙ্গভবনের দরবার হলে ঈদুল আজহার নামাজ আদায় শেষে তিনি এ আহ্বান জানান।

বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, “সরকার দেশের বন্যা কবলিত উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিত্তবানদেরও উচিৎ ত্রাণ কার্যক্রম জোরদারে সরকারের সঙ্গে সহযোগিতা করা।”

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, “কোভিড-১৯ মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি বিশ্ব অর্থনীতিকে চাপে ফেলেছে। এই পরিস্থিতি মোকাবেলায়, সরকার অর্থনীতির চাকা সচল রাখতে প্রণোদনা প্যাকেজ প্রদানসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।”

XS
SM
MD
LG