অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে খাদ্যের অভাব হবে না, চালের দামও স্থিতিশীল: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার


খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

বাংলাদেশে খাদ্যের অভাব হবে না এবং চালের দাম স্থিতিশীল আছে বলে জানিয়েছেন দেশটির খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে, সচিবালয়ের দপ্তরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে, সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে, সাধন চন্দ্র মজুমদার বলেন,“রাষ্ট্রের তো একটা পরিকল্পনা থাকবেই, বাংলাদেশেরও আছে। একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের দেশের মাটি উর্বর। আমাদের দেশে তিনবার ফসল উৎপাদন হয়। কৃষকরা আমাদের প্রাণ, তারা যেভাবে উৎপাদন করছে, আমরা আশা করি খাদ্যের সংকট হবে না।”

চালের দামের বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, “চালের দাম স্থিতিশীল আছে। আমরা চালের দাম নিয়ে কাজ করছি, মনিটরিংও আছে। বেসরকারি আমদানিও খুলে দিয়েছি। আশা করি চালের দাম নিয়ন্ত্রণে রাখতে পারব।”

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, “খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তর পরিচালনা করে আমরা শুদ্ধাচার পুরস্কার পেয়েছি। আমরা এটিকে আরও গতিশীল করতে চাই।”

XS
SM
MD
LG