অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় আইএস এর ‘শীর্ষ পাঁচ’ নেতার একজন আমেরিকান ড্রোন আক্রমণে নিহত


যে অবস্থানে আমেরিকার ড্রোন হামলায় মাহের আল-আগাল নিহত হন, সে জায়গায়টি পরীক্ষা করছেন এক ব্যক্তি। ২০২২ সালের ১২ জুলাই

যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে আরেকটি জয়ের দাবি করেছে। তাদের দাবি, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে এক ড্রোন হামলায় এই জঙ্গি সংগঠনের ‘শীর্ষ পাঁচ’ নেতার একজনকে হত্যা করা হয়েছে।

আমেরিকান কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এই জ্যেষ্ঠ আইএস নেতাকে মাহের আল-আগাল হিসেবে চিহ্নিত করেছে এবং জানিয়েছে, তিনি সংগঠনের সিরিয়া প্রদেশের নেতা এবং তিনি আইএস এর কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সারা বিশ্বজুড়ে স্থাপিত সহযোগী সংগঠনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষা করেন।

এক বিবৃতিতে সেন্টকম এই সন্ত্রাসী গোষ্ঠীর নামের আরেকটি আদ্যাক্ষর ব্যবহার করে বলে, “আইসিস নেটওয়ার্কের বিস্তারের লক্ষ্যে আগ্রাবসী প্রচেষ্টা চালানোর জন্য আল-আগাল দায়ী”।

মঙ্গলবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ‘একটি শক্তিশালী বার্তা’ দেওয়ার জন্য এই হামলার প্রশংসা করেন।

বাইডেন আরও বলেন, ‘এই (আল-আগালের) মৃত্যুর ঘটনায় সিরিয়া থেকে একজন গুরুত্বপূর্ণ সন্ত্রাসী দূর হল। যার ফলে আইসিসের এই অঞ্চলে নতুন অভিযান পরিকল্পনা, প্রয়োজনীয় উপকরণ জোগাড় ও পরিচালনার সক্ষমতা কমে গেছে।’

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামের একটি ব্রিটিশ মানবাধিকার সংস্থা জানিয়েছে, আল-আগাল মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন। সংস্থাটি আরও জানায়, তিনি ২০২০ সাল থেকে আহরার আল-শারকিয়া নামের একটি জঙ্গি সংগঠনের নিরাপত্তায় সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে থেকেছেন। এই সংগঠনটি তুরস্কের মদদপুষ্ট বলে অভিযোগ রয়েছে।

তবে ভয়েস অব আমেরিকা স্বাধীন ভাবে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। সেন্টকম জানিয়েছে, এই অভিযানে কোনো বেসামরিক ব্যক্তি হতাহত হননি। প্রাথমিক মূল্যায়নে সেন্টকম বলে তারা এই অভিযানে কোন অসামরিক ব্যক্তির ক্ষতি হবার কোন তথ্য পায়নি।

সাবেক কর্মকর্তা ও অন্যান্য বিশেষজ্ঞরা একমত হয়েছেন, আইএস এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ যথেষ্ট বিপদে আছেন।

‘তাদের আর তেমন কোনো দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন জ্যেষ্ঠ নেতা বেঁচে নেই’, দাবি করেন একজন বিশেষজ্ঞ। ‘এ বিষয় থেকে আইসিস নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারছে না।’

সিরিয়ায় আমেরিকানদের মিত্র সিরিয়ান ডেমোক্রেটিক কাউন্সিলের (এসডিএফ এর রাজনৈতিক সংগঠন) নির্বাহী প্রেসিডেন্ট এলহাম আহমাদ দাবি করেন, বেশিরভাগ আইএস নেতা তুরস্কের আওতায় থাকা ভূখণ্ডে বসবাস করছে।

তবে বুধবার তুরস্ক এ ধরনের সব অভিযোগ অস্বীকার করেছে এবং অস্থিতিশীলতা তৈরির জন্য এসডিএফকে দায়ী করেছে।

XS
SM
MD
LG