ব্রিটিশ কনজারভেটিভ পার্টির বা রক্ষনশীল দলের আইনপ্রণেতারা প্রধানমন্ত্রী বরিস জনসনের স্থলাভিষিক্ত করার জন্য বুধবার নির্বাচনের প্রথম দফায় ভোট দিয়েছেন।
প্রথম দফার ভোটে টিকে থাকার জন্য ৮ জন প্রার্থী তাদের ২০ জন সহকর্মীর প্রয়োজনীয় সমর্থন পেয়েছেন। প্রয়োজনে বৃহস্পতিবার ও আগামী সপ্তাহে আরও কয়েক দফা ভোট হবে।
একবার যখন মাত্র ২ জন প্রার্থী থাকলে তারা সারা দেশে কনজারভেটিভ পার্টির প্রায় ১ লাখ ৮০ হাজার সদস্যের দ্বারা ফিরতি ভোটে অংশগ্রহণ করবে। ৫ সেপ্টেম্বর বিজয়ীর নাম ঘোষণা করার কথা এবং বিজয়ী প্রার্থী অবিলম্বে নতুন প্রধানমন্ত্রী হবেন।
প্রথম দফায় বেশ কয়েকজন নামকরা প্রার্থী রয়েছেন যার মধ্যে প্রাক্তন অর্থ মন্ত্রী ঋষি সৌনক বুকিদের কাছে প্রিয়। তার বেশ কয়েকজন ঘোষিত সমর্থক রয়েছে। অন্য প্রার্থীরা হলেন পররাষ্ট্র মন্ত্রী লিজ ট্রাস এবং বাণিজ্যমন্ত্রী পেনি মর্ডান্ট।
অর্থমন্ত্রী নাদিম জাহাউই, আইনপ্রণেতা টম টুগেনধাত, প্রাক্তন সমতা মন্ত্রী কেমি ব্যাডেনোচ, প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী জেরেমি হান্ট এবং অ্যাটর্নি জেনারেল সুয়েলা ব্রাভারম্যানও ব্যালটে রয়েছেন।
কয়েক মাসব্যাপী কেলেঙ্কারির প্রেক্ষিতে জনসন গত সপ্তাহে কনজারভেটিভ নেতার পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি বলেন, তার স্থলাভিষিক্ত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন।
প্রার্থীদের পরিচয় বৈচিত্রময়, ৪ জন জাতিগত সংখ্যালঘু এবং ৪ জন নারী। সব প্রার্থীর কর কমানোর নীতির ক্ষেত্রে একই ধারণা রয়েছে, তবে সৌনক সতর্কতা প্রকাশ করেছেন।
জনসনের একজন মুখপাত্র জোর দিয়ে বলেছেন, যিনি তাঁর স্থলাভিসিক্ত হবেন তাঁর সন্ধানের ক্ষেত্রে জনসন নিরপেক্ষ থাকবেন।