অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে পরিবহন শ্রমিককে হত্যার অভিযোগ


বাংলাদেশের চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায়, নুরুল ইসলাম নাহিদ (৩৮) নামে এক পরিবহন শ্রমিককে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নুরুল ইসলাম নাহিদ হানিফ পরিবহণের সুপারভাইজার ছিলেন। তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।

বৃহস্পতিবার (১৪ জুলাই) ভোরে গুরুত্বর আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাতালে নেয়া হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাহিদের স্ত্রী আনোয়ারা বেগম পুলিশকে জানান, “ভোরে অজ্ঞাত দুই লোক নাহিদকে সিএনজিতে করে নগরীর চাঁন্দগাও এলাকার বাসায় নিয়ে আসে। তারা জানায়, নাহিদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। কিন্তু দেখা যায় নাহিদের পুরো শরীর ঝলসে গেছে। তাছাড়া দুই ব্যক্তির কথায় সন্দেহ হয়। পরে নাহিদকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথেই ঐ দুই ব্যাক্তি সটকে পড়েন। নাহিদকে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. জসিম উদ্দিন জানান, “নাহিদের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান শুরু করেছে পুলিশ।”

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, “নাহিদের মৃত্যু কীভাবে হয়েছে, আমরা এখনও সে বিষয়ে নিশ্চিত হতে পারিনি। যে দুই ব্যাক্তি নাহিদকে বাসায় নিয়ে গেছে, তাদের চিহ্নিত করতে পারলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

XS
SM
MD
LG