ব্যাপক বিভ্রাটের পর, বৃহস্পতিবার দিনের শুরুতে, টুইটার আবার কাজ করছে বলে মনে হচ্ছে।
পরিষেবা বিভ্রাটের হিসাব রাখে এমন একটি সাইট ডাউন ডিটেকটর ডট কম। এই সাইটটি জানিয়েছে যে, ফেব্রুয়ারির পর, এই ধরনের বিভ্রাট এটাই প্রথম। এটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মেক্সিকো, ব্রাজিল, ইতালি এবং আরও কিছু দেশের মানুষের ওপর প্রভাব ফেলেছে।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের সময় অনুযায়ী সকাল ৮টা থেকে, অনেক ব্যবহারকারী এমন বার্তা পাচ্ছেন , “টুইটগুলো এখন লোড হচ্ছে না। আমরা এখন বিষয়টি তদন্ত করছি” । এই সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানটি, তাদের স্ট্যাটাস পেজে বার্তাটি পোস্ট করে।
টুইটার যখন একটি নতুন কোম্পানি ছিল, তখন এর বিভ্রাটের কথা সকলেই জানতেন। প্রতিষ্ঠানটির উন্নতির সাথে সাথে সমস্যাগুলোও কমে আসে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি, ব্যবসায়ী ইলন মাস্কের বিরুদ্ধে মামলা লড়ছে। কোম্পানিটি কেনার জন্য, তার সাম্প্রতিক ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি লঙ্ঘনের অভিযোগে মামলাটি করা হয়।
বৃহস্পতিবার টুইটার ইনকর্পোরেটেডের প্রতি শেয়ারের দাম সামান্য কমে গিয়ে,৩৬ দশমিক ৫১ ডলারে বিক্রি হচ্ছিল।
এ প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।