অ্যাকসেসিবিলিটি লিংক

টোগোর সামরিক বাহিনী ভুলবশত জঙ্গি হিসেবে কিশোরদের হত্যা করেছে


টোগো
টোগো

টোগোর সামরিক বাহিনী জানিয়েছে যে তাদের একটি বিমান দুর্ঘটনাক্রমে দেশটির উত্তরাঞ্চলে সাতজন কিশোরকে লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যা করে। প্রাথমিকভাবে ঐ হামলায় যারা সন্দেহভাজন ছিল তাদেরকে ভেবে ভুলবশত কিশোরদের ইসলামপন্থী জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়।

টোগোর সশস্ত্র বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামা সুসো বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় টোগোলিজ টেলিভিশন (টিভিটি) এবং তাদের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে সামরিক বাহিনী দুর্ঘটনাক্রমে সাতজন কিশোরকে হত্যা করেছে।

তিনি বলেন, সেনাবাহিনী ঐ ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে যে এই ধরনের মর্মান্তিক ঘটনা যাতে আর না ঘটে তার জন্য সম্ভাব্য সমস্ত কিছু করা হবে।

টোগোর সেনাপ্রধান জেনারেল দাদজা মাগানাওয়ে এক লিখিত বিবৃতিতে বলেন, উত্তরাঞ্চলের সাভানেস এলাকার টোন অঞ্চলের মারগবা গ্রামে একটি বিমান ভুলবশত বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায়।

বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর কাছে এ মর্মে গোয়েন্দা তথ্য ছিল যেখানে সশস্ত্র গোষ্ঠীগুলির অনুপ্রবেশের আসন্ন হুমকির ইঙ্গিত দেয়া হয়েছে এবং ঐ গোষ্ঠীগুলি স্থানীয় সম্প্রদায়ের উপরে আক্রমণ করতে ইচ্ছুক ছিল।

স্থানীয় গণমাধ্যমগুলো প্রাথমিকভাবে রবিবার সকালের বিস্ফোরণটি ঘরে তৈরি বিস্ফোরকের সাহায্যে করা হয়েছে বলে দায়ী করে যা ইসলামপন্থী জঙ্গিদের দিকে সন্দেহের ইঙ্গিত দেয়।

ঐ ঘটনার শিকার, কিশোররা ইসলামে ত্যাগের উৎসব ঈদ-উল-আযহা যা ওলফ ভাষায় তাবাস্কি নামে পরিচিত তা উদযাপন করে বাড়ি ফিরে যাচ্ছিল।

XS
SM
MD
LG