অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপ জুড়ে চরম তাপপ্রবাহ রেকর্ড ভঙ্গ করেছে  


ফ্রান্সের নানতেসে ট্র‌্যাফিক লাইটের সামনে একটি থার্মোমিটারে তাপমাত্রা দেখা যাচ্ছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। জুলাই ১৩, ২০২২

বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে,পর্তুগাল, স্পেন ও ফ্রান্সে তীব্র তাপপ্রবাহ ও দাবানল আগামী দিনগুলোতে আরও খারাপ হতে পারে এবং ইউরোপের অন্যান্য অংশেও তা ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

ব্রিটেনের তাপমাত্রা ইতোমধ্যেইরেকর্ড উচ্চতায় পৌঁছেছে।ব্রিটেনের আবহাওয়া দপ্তর ইংল্যান্ড ও ওয়েলসের বেশিরভাগ অংশে চরম তাপপ্রবাহের বিষয়ে কড়া সতর্কতা জারি করেছে। পূর্বাভাসে বলা হয়েছে রবিবার এবং সোমবার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে অস্বাভাবিক উচ্চে পৌঁছাতে পারে।

পর্তুগালের তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে পৌঁছেছে।সেখানে তাপপ্রবাহের চরম লাল সতর্কতা জারি করে মানুষের জীবন-হুমকির মুখে বলে সাবধান করে দেওয়া হয়েছে। একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে স্পেন ও ফ্রান্সেও। পর্তুগাল, স্পেনের পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে ২০টিরও বেশি দাবানলের খবর পাওয়া গেছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার গ্লোবাল অ্যাটমোস্ফিয়ার ওয়াচ প্রোগ্রামের একজন বৈজ্ঞানিক লরেঞ্জো ল্যাব্রাডর। তিনি বলেন, নেচার জিওসায়েন্স জার্নাল আটলান্টিক মহাসাগরের উপরে একটি উচ্চ চাপ সম্প্রসারণের সম্ভাব্য প্রভাব সম্পর্কে সাম্প্রতিক একটি মডেলিং গবেষণার ফলাফল প্রকাশ করেছে। তিনি বলেন,আজোরেস হাই নামে পরিচিত এই পদ্ধতিতে দেখা গিয়েছে যে গত ১ হাজার বছরের মধ্যে আইবেরিয়ান উপদ্বীপ সবচেয়ে শুষ্ক অবস্থার দিকে ধাবিত হবে।

বিশ্বস্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বায়ু দূষণ হচ্ছে অকাল মৃত্যু এবং রোগের একটি প্রধান কারণ এবং এটি হচ্ছে ইউরোপে সবচেয়ে বড় পরিবেশগত স্বাস্থ্য-ঝুঁকি। এতে উল্লেখ করা হয়েছে যে প্রতি বছর ইউরোপে বায়ু দূষণের কারণে ৩ লক্ষের বেশি মানুষ অকালে মারা যায় এবং বিশ্বব্যাপী সত্তর লক্ষ মানুষের অকাল মৃত্যু হয়।

XS
SM
MD
LG