জোয়ারের পানির চাপে খোলপেটুয়া নদী-তীরের বাঁধ ভেঙে, বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ১০টি গ্রামের প্রায় সাড়ে তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা খাদ্য, পানীয় জলের অভাবে তীব্র স্বাস্থ্য সংকটে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, “প্রবল জোয়ারের চাপে পশ্চিম দুর্গাবাটির সাইক্লোন শেল্টার সংলগ্ন এলাকায়, খোলপেটুয়া নদীর ২০০ ফুট এলাকাজুড়ে উপকুল রক্ষা বাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে প্রায় সাড়ে তিন হাজার পরিবারের হাজার হাজার সদস্য দুর্ভোগের শিকার হয়। এছাড়া, জোয়ারের পানিতে এক হাজার একর মাছের ঘের ও ফসলি জমি ভেসে গেছে।”
শিগগিরই ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার করা না হলে, নতুন এলাকা প্লাবিত হবে বলে আশঙ্কা করছেন স্থানীয় অধিবাসীরা।
জেলার ডেপুটি কমিশনার হুমায়ুন কবির জানান, “জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাওয়ার পানি ও খাদ্য সহায়তা দেয়া হবে। সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।”