অ্যাকসেসিবিলিটি লিংক

টেক্সাসের স্কুলের হত্যাকাণ্ড তদন্তে পুলিশের ‘পদ্ধতিগত ব্যর্থতা’-কে দায়ী করা হয়েছে


রেগি ড্যানিয়েলস টেক্সাসের উভালদে রব এলিমেন্টারি স্কুলে ৯ জুন, ২০২২-এ একটি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন, যা সাম্প্রতিক স্কুলে গুলিতে নিহতদের সম্মান জানাতে তৈরি করা হয়েছে।
রেগি ড্যানিয়েলস টেক্সাসের উভালদে রব এলিমেন্টারি স্কুলে ৯ জুন, ২০২২-এ একটি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন, যা সাম্প্রতিক স্কুলে গুলিতে নিহতদের সম্মান জানাতে তৈরি করা হয়েছে।

টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৯ জন শিশু এবং দুই শিক্ষককে নির্বিচারে গুলি করে হত্যার ঘটনার নতুন এক তদন্তে আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং অন্যদের বিশৃঙ্খল এবং ধীর পদক্ষেপকে দায়ী করা হয়েছে। দুই মাস আগে ওই ভয়াবহ হামলাটি ঘটে।

টেক্সাস হাউস অফ রিপ্রেজেন্টেটিভের একটি তদন্ত কমিটি বলেছে, তারা ২৪ মে হত্যাকাণ্ডে বন্দুকধারী ১৮ বছর বয়সী সালভাদর রামোস ছাড়া আর কোনও "খলনায়ক" খুঁজে পায়নি, তবে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সমালোচনা করেছে। কারণ শেষ পর্যন্ত ওই স্কুলের চতুর্থ গ্রেডের শ্রেণীকক্ষে ঢুকে হামলাকারীকে থামানো ও হত্যা করার আগে তারা এক ঘন্টারও বেশি সময় অপেক্ষা করেছিল।

রবিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, "এমন কেউ নেই যার বিদ্বেষ বা অসৎ উদ্দেশ্যকে আমরা দায়ী করতে পারি। এর পরিবর্তে, আমরা পদ্ধতিগত ব্যর্থতা এবং গুরুতর দুর্বল সিদ্ধান্ত নেওয়ার সন্ধান পেয়েছি। যদিও জরুরি অবস্থার প্রতিক্রিয়ায় শেষ পর্যন্ত প্রায় ৪০০ জন আইন প্রয়োগকারী কর্মী রব এলিমেন্টারি স্কুলে অংশ নিয়েছিল।"

সাম্প্রতিক সপ্তাহগুলিতে যুক্তরাষ্ট্রে গণহত্যার অন্যতম এই ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের কাছেও প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

তবে, আইনপ্রণেতারা উভালডে এবং বাফেলো উভয় স্থানের হামলার পর, এমনকি ৪ঠা জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সময় শিকাগো শহরতলিতে একটি সাম্প্রতিক গণহত্যার পরও উচ্চ-ক্ষমতাসম্পন্ন অস্ত্র বিক্রি আইনীভাবে নিষিদ্ধ হয়নি।

XS
SM
MD
LG