অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্ডিয়ানার একটি মলে গুলির ঘটনায় ৩ জন নিহতঃ পুলিশ


ক্রেতারা গ্রিনউড পার্ক মল থেকে বের হচ্ছে। গ্রিনউড, ইন্ডিয়ানা। ৪ মে, ২০২০। ফাইল ছবি।

পুলিশ বলছে, রবিবার সন্ধ্যায় ইন্ডিয়ানার একটি মলে খাবারের জায়গায় রাইফেলধারী এক ব্যক্তি গুলি চালালে ৩ জন নিহত এবং ২ জন আহত হয়। তখন একজন সশস্ত্র বেসামরিক নাগরিক হত্যাকারিকে গুলি করলে সে নিহত হয়।

গ্রিনউড পুলিশ বিভাগের প্রধান জিম আইসন বলেন, ওই ব্যক্তি একটি রাইফেল ও বেশ কয়েকটি ম্যাগাজিন নিয়ে গ্রিনউড পার্ক মলে প্রবেশ করে এবং ফুড কোর্টে গুলি চালাতে শুরু করে।

আইসন এক সংবাদ সম্মেলনে বলেছেন, একজন সশস্ত্র বেসামরিক ব্যক্তি ওই বন্দুকধারীকে হত্যা করেছে। মোট ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছে বলে তিনি জানান।

অফিসাররা গুলির খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে মলে যান। সেখানে আরও কেউ হতাহত হয়েছে কিনা, কর্তৃপক্ষ তা অনুসন্ধান করছে, তবে তারা বিশ্বাস করে যে, শ্যুটিংটি ফুড কোর্টে সীমাবদ্ধ ছিল।

আইসন বলেছে, ফুড কোর্টের কাছে একটি বাথরুমে পুলিশ একটি সন্দেহজনক ব্যাকপ্যাক জব্দ করেছে ।

ইন্ডিয়ানাপলিস মেট্রোপলিটন পুলিশ এবং একাধিক সংস্থা তদন্তে সহায়তা করছে।

ইন্ডিয়ানাপোলিসের সহকারী পুলিশ প্রধান ক্রিস বেইলি বলেছেন, “আমাদের দেশে এরকম আরও একটি ঘটনার কারণে আমরা দারুণ উদবিগ্ন হয়ে পড়েছি।”

গ্রিনউড হলো ইন্ডিয়ানাপোলিসের একটি দক্ষিণ শহরতলী যেখানে জনসংখ্যা প্রায় ৬০ হাজার।

বেইলি বলেন, এলাকায় কোনো সক্রিয় হুমকি নেই।

XS
SM
MD
LG